|
ফলো করুন |
|
|---|---|
বলিউডে মিস্টার পারফেকশনিস্ট বলা হয় আমির খানকে। যা কিছু করেন নিখুঁত হওয়া চাই তার। বাস্তবে হয়ও তাই। কিন্তু এ পারফেকশনিস্টকেই তিন বছর পর্দা থেকে দূরে থাকতে হয়েছে। সময়টা হিসাব করলে পাঁচ বছর। কারণ, ২০১৯ সালে শুরু করেছিলেন ‘লাল সিং চাড্ডা’ নামে একটি সিনেমা। যেটি হলিউডের ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছেন তিনি। সিনেমাটি ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি দেওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে সেটি পিছিয়ে যায়। মুক্তি পায় ২০২২ সালের ১১ আগস্ট। মুক্তির পর আশানুরূপ ফল পায়নি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সিনেমাটির অবস্থা এমন হয়েছিল যে, হলমালিককের অগ্রিম বুকিংয়ের টাকাও ফেরত দিয়ে হয়েছিল আমির খানকে। এর আগের সিনেমা ‘থাগ অব হিন্দুস্তান’ নিয়েও আমিরকে ব্যর্থতার গ্লানি বইতে হয়েছে। পরপর দুই সিনেমার ব্যর্থতায় বেশ মুষড়ে পড়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। ঘোষণা দিয়েছেন আর অভিনয় করবেন না। কিন্তু ভক্ত ও পরিবার তাকে ছাড়েনি। বলা যায় তাদের চাপেই ফিরতে হয়েছে আমিরকে। ফিরেছেন ‘সিতারে জামিন পার’ নিয়ে। এটি অভিনেতার ‘তারে জামিন পার’ সিনেমার সিক্যুয়াল। অবশেষে ‘সিতারে জামিন পার’ নিয়ে আমিরের মুখে হাসি ফুটেছে। ৯০ কোটি ভারতীয় রুপি বাজেটের এ সিনেমাটি এরইমধ্যে ভারতীয় বাজারে প্রায় ৭০ কোটি রুপি ঘরে তুলে ফেলেছে। শুধু তাই নয়, এ সিনেমা দিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন আমির খান! টপকে গেল লাল সিং চাড্ডাকে। চাড্ডার মুক্তির প্রথম পাঁচ দিনের আয় ছিল ৬০ কোটিরও কম ছিল। বাজেটও ছিল বেশি। অন্যদিকে ‘সিতারে জামিন পার’র বাজেট কম। পাঁচ দিনের আয়ও ৭০ কোটি ছাড়িয়ে গেছে। এটি আমিরের জন্য অবশ্যই খুশির সংবাদ। শুধু তাই নয়, বিশ্বব্যাপী বক্স অফিসে ‘সিতারে জামিন পার’ এরইমধ্যে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে।
আমিরের ফিরে আসার গল্প এখানেই শেষ নয়। ‘থাগ অব হিন্দুস্তান’ ও ‘লাল সিং চাড্ডা’ দেখে যারা নাক সিটকেছেন, তারাই এখন ‘সিতারে জামিন পার’ দেখে অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ। সিনেমার গল্প, আমির খানের অভিনয়ের ভূয়সী প্রশংসায় মুখর বলিউড তারকারা। সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে নিজেদের একাউন্টে দিচ্ছেন পোস্ট। সমালোচকদের কাছ থেকে আসছে পজিটিভ রিভিউ। দর্শকমুখে ছড়িয়ে পড়ছে প্রশংসা। এতেই বোঝা যায়, ‘সিতারে জমিন পর’ বক্স অফিসে লম্বা রেসের জন্য প্রস্তুত। আর তাতেই বুকের ভারি বাতাস ছেড়ে নিজেকে হালকা করেছেন আমির। উল্লেখ্য, আরএস প্রসন্ন পরিচালিত এ সিনেমায় এতে আমির খান একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি টুর্নামেন্টের জন্য দশটি বিশেষ বাচ্চাকে প্রস্তুত করেন। তার সঙ্গে আরও অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা, আরোশ দত্ত, বেদান্ত শর্মা, আয়ুষ বানশালি।
