Logo
Logo
×

আনন্দ নগর

ওটিটিতে যা দেখবেন

Icon

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* নেটফ্লিক্সে আজ থেকে স্ট্রিমিং শুরু হচ্ছে দর্শকপ্রিয় কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেইমস’র তৃতীয় সিজন। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন লি জাং জে, লি বুয়াং হান।

* বঙ্গ মুভিজে মুক্তি পেয়েছে বাংলায় ডাবিংকৃত তামিল সিনেমা ‘ওকে জানু’। প্রেম সম্পর্ক ও আধুনিক জীবনের নানা দিক নিয়ে এটি নির্মাণ করেছেন মনি রত্নম। এতে অভিনয় করেছেন দুলকার সালমান, নিত্যা মেনন প্রমুখ।

* টফিতে মুক্তি পেয়েছে পাকিস্তানি রোমান্টিক কমেডি ড্রামা সিরিজ ‘বাসু’। শি-জিন লড়ে শত্রুর সঙ্গে আর মো-ইয়নের লড়াই নিজেকে নিয়ে। দায়িত্ব আর ভালোবাসার মাঝে কাকে বেছে নেবে তারা? টান টান উত্তেজনা নিয়েই এগিয়ে যায় এর গল্প। অ্যাপ্সটিতে এ সিরিজটি ফ্রিতে উপভোগ করা যাচ্ছে।

* আইস্ক্রিনে দেখা যাচ্ছে ওয়েব ফিল্ম ‘অফ দ্য মার্ক’। এতে এক ক্রিকেট পাগল ছেলের জীবনের সুখ-দুঃখের গল্প ফুটিয়ে তোলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম