হ্যালো...
নাটক বা সিনেমাকে আলাদা করে দেখতে চাই না
রিয়েল তন্ময়
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এবার বড়পর্দায় পা রাখলেন। অভিষেক সিনেমা নিয়ে তার বেশ ব্যস্ততা যাচ্ছে। দর্শক প্রতিক্রিয়া জানতে প্রেক্ষাগৃহেও ছুটছেন। প্রথম সিনেমার অভিজ্ঞতা, বর্তমান কাজ ও অন্যান্য বিষয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* ‘তাণ্ডব’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু। অভিষেক সিনেমায় কতটা সফল বলে মনে করছেন?
** প্রথম সিনেমা থেকে দর্শক সাড়া পেয়ে আমি মুগ্ধ। দর্শক যেভাবে ভালোবাসা দিচ্ছেন, তা অপ্রত্যাশিত। আমি সবসময় চেয়েছিলাম ভালো কিছু দিয়েই শুরু করতে। আমার কাছে মনে হয়, সেটি আমি করতে পেরেছি। সিনেমাটি মুক্তির পর এখন পর্যন্ত এর রিভিউ অনেক ভালো। পাশাপাশি অনেকেই অভিনয়ের প্রশংসাও করছেন, যা আমাকে অনুপ্রাণিত করছে। তাতে মনে হচ্ছে, কিছুটাও হলেও দর্শকের প্রত্যাশা পূরণ করতে পেরেছি। শুরুতেই ভালো একটি টিম পেয়েছি, যারা সবসময় সহযোগিতা করেছেন। সবার সাপোর্ট না পেলে আসলে ভালোকিছু হয়তো করা সম্ভব হতো না।
* এ সিনেমায় নিশাত চরিত্রের জন্য আপনাকে কী ধরনের প্রস্তুতি নিতে হয়েছে?
** যে কোনো চরিত্রের জন্যই প্রস্তুতি নিতে হয়। নাটক ও ওটিটিতে দর্শক আমাকে বিভিন্নরূপে দেখেছেন। তবে বড়পর্দার বিষয়টি ছিল একেবারেই আলাদা। কারণ দর্শক আমাকে প্রেক্ষাগৃহে দেখবেন; যেই জায়গায় প্রথম কাজ হিসাবে নিশাত চরিত্রটি নিয়ে খুব সচেতন ছিলাম। আমি চেয়েছিলাম দর্শক যেন আমাকে এখানে ভিন্ন লুকে আবিষ্কার করতে পারেন। শুটিংয়ের আগে চরিত্রটি নিয়ে টিমের সঙ্গে একাধিকবার বসেছি, যেন সুন্দরভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারি। পরিচালক, সহশিল্পী ও টিমের সবার সহযোগিতা পেয়েছি। দর্শক আমার চরিত্রটি ভালোভাবে গ্রহণ করেছেন, মুক্তির পর সরাসরি দর্শক প্রতিক্রিয়া থেকে বুঝতে পেরেছি। এছাড়া কাছের মানুষজন যারা দেখেছেন তাদের ইতিবাচক মন্তব্য পাচ্ছি। অনেকেই প্রশংসা করছেন এটিই আমার প্রাপ্তি।
* সিনেমায় অভিষেক হলো, এখন কি নাটকে আপনাকে পাওয়া যাবে?
** নাটক থেকেই আজকে আমি সাবিলা হয়েছি। সিনেমার এ যাত্রাও নাটকের দর্শকের ভালোবাসাতেই শুরু হয়েছে। নাটক বা সিনেমাকে আলাদা করে দেখতে চাই না। বড়পর্দায় আমার যাত্রা সুন্দরভাবে হয়েছে। এটি আমার ক্যারিয়ারের জন্য ভালো। সিনেমায় নিয়মিত অভিনয় করার ইচ্ছে অবশ্যই আমার রয়েছে। তবে নাটক এখনও ছেড়ে দিচ্ছি বা দেব এমন সিদ্ধান্তে এখন যাচ্ছি না। এসব নিয়ে ভাবছিও না। ভালো গল্প ও চরিত্র পেলে নাটকেও কাজ করব।
* সাম্প্রতিক সময়ে কিন্তু আপনার অভিনীত নাটকের সংখ্যা কমে গেছে। সিনেমার জন্যই কি কমিয়ে দিয়েছেন কাজ?
** বিষয়টি এমন নয়, আমি বেছে বেছে কাজ করছি, সেজন্য কাজের পরিমাণ কমে গেছে। গল্প ও চরিত্রে ভিন্নতা থাকলে তবেই কাজ করছি। একটা সময় নিয়মিত শুটিং করতাম, কারণ আমার সেটি প্রয়োজন ছিল। কারণ কাজ করতে করতে আমি অভিনয় শিখেছি, টেকনিক্যাল বিষয়গুলো শিখেছি। স্ক্রিনে আমাকে কম দেখা গেলেও দর্শক যেন আমার কাজ নিয়ে সন্তুষ্ট থাকেন।
* নতুন কোনো কাজ শুরু করেছেন?
** আমার সিনেমাটি এখনও প্রেক্ষাগৃহে চলছে। তাই এটি নিয়েই রয়েছি। নতুন কোনো কাজ শুরু করা হয়নি। তবে কয়েকটি গল্প নিয়ে কথা হচ্ছে। সেগুলো চূড়ান্ত হলেই কাজ শুরু করব।
