|
ফলো করুন |
|
|---|---|
হিন্দি গান ‘কাঁটা লাগা’খ্যাত ভারতের অভিনেত্রী শেফালি জারিওয়ালা মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২৭ জুন রাতে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। এ সময় মুম্বাইয়ের আন্ধেরি এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৪২ বছর। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানাবে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। গতকাল তার ময়নাতদন্ত সম্পন্নও হয়েছে। উল্লেখ্য ২০০২ সালে প্রকাশিত হিন্দি পপ গান ‘কাঁটা লাগা’র রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি জারিওয়ালা। গানটি সত্তরের দশকের হিন্দি সিনেমা ‘সমৃদ্ধি’তে ব্যবহৃত হয়েছিল। রিমেক গানটিতে শেফালির খোলামেলা উপস্থিতি সে সময় বেশ আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছিল। এর তাকে ‘কাঁটা লাগা গার্ল’ হিসাবেই চিনতের সবাই। জীবদ্দশায় তিনি ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে শেফালি প্রথম বিয়ে করেছিল হরমিত গুলজারকে। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনে সেই বিয়ে ভেঙে দেন। এরপর পরাগ ত্যাগীকে বিয়ে করেন।
