Logo
Logo
×

আনন্দ নগর

রাশমিকার সঙ্গে দেখা করার সুযোগ!

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাশমিকার সঙ্গে দেখা করার সুযোগ!

ছবি : সংগৃহীত

রাশমিকা মান্দানা। দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির সবচেয়ে আকর্ষণীয় অভিনেত্রী। তবে দক্ষিণের গণ্ডি ছাড়িয়ে তিনি এখন বৈশ্বিক নায়িকা। সর্বশেষ আল্লু অর্জুনের ‘পুষ্পা-২’ তাকে এনে দিয়েছে সুপারস্টার নায়িকার খেতাব। বাংলাদেশেও তার অসংখ্য ভক্ত রয়েছে। সম্প্রতি এ নায়িকা তার নতুন সিনেমার একটি পোস্টার প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, ‘আপনি কি অনুমান করতে পারেন...।’ মূলত নিজের নতুন সিনেমার প্রচারণা এভাবেই শুরু করেছেন অভিনেত্রী। যেখানে তাকে একেবারে ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে। প্রকাশিত ছবিটিই ছিল সিনেমার প্রথম লুক। ‘কুবেরা’ এবং ‘পুষ্প-২ : দ্য রুল’ দিয়ে দর্শক হৃদয় জয় করা এ অভিনেত্রী অপেক্ষায় আছেন আরও একটি ব্লকবাস্টারের। সেটাই জানিয়েছেন পোস্টার প্রকাশের মাধ্যমে। ইনস্টাগ্রামে প্রকাশিত সেই পোস্টার নিয়ে ভক্তদের মতামতই চাইলেন প্রকারান্তরে। দিয়েছেন আরও একটি প্রতিশ্রুতি। তিনি লিখেছেন, ‘আমার পরবর্তী সিনেমার নাম কী হতে পারে, তা কি তুমি অনুমান করতে পার? আমার মনে হয় না কেউ আসলে অনুমান করতে পারবে। কিন্তু যদি তুমি আদৌ অনুমান করতে পার, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার সঙ্গে দেখা করব।’

প্রকাশিত ছবিটিতে রাশমিকা মান্দানাকে বর্শা হাতে হিংস্র এবং শক্তিশালী চেহারায় দেখা গেছে। পোস্টারে লেখা আছে ‘হান্টেড, ওয়ান্টেড, আনব্রোকেন’-এ তিন শব্দ। ভারতীয় গণমাধ্যম পোস্টারের বিশ্লেষণ করে জানিয়েছে, নতুন সিনেমায় অভিনেত্রী সম্ভবত একটি আকর্ষণীয়, আগে কখনো দেখা যায়নি এমন চরিত্রে অভিনয় করছেন। প্রথম লুক শেয়ার করার সময়, তিনি প্রকাশ করেছেন-‘আমরা কী নিয়ে কাজ করছি তা আপনাদের দেখাতে পেরে খুবই উত্তেজিত। এটি এমন এক রাশমিকা যা তোমরা আগে কখনো দেখনি, এবং আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি!’

এদিকে রাশমিকা এ নতুন প্রজেক্টের পাশাপাশি আরও কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। বলিউডে আয়ুষ্মান খুরানার সঙ্গে ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ‘থামা’তে উপস্থিত হবেন তিনি। বহু প্রতীক্ষিত ‘পুষ্প-৩-এ শ্রীভাল্লির তার আইকনিক ভূমিকায়ও আবার অভিনয় করবেন বলে জানা গেছে। প্রস্তুতিও নিচ্ছেন সেভাবে। এ ছাড়া রাশমিকা ‘দ্য গার্লফ্রেন্ড’ এবং ‘রেইনবো’ নামে দুটি সিনেমায় হাজির হবেন, যেগুলো তার ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করবে বলেই অভিনেত্রীর বিশ্বাস।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম