|
ফলো করুন |
|
|---|---|
* প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ইংরেজি সিনেমা ‘কাউন্টডাউন’। একজন হোমল্যান্ড সিকিউরিটি অফিসারের হত্যাকাণ্ড ঘিরে একাধিক নিরাপত্তা সংস্থার একটি বিশেষ টাস্কফোর্স তদন্তে নামে। কিন্তু তদন্ত চলাকালেই উঠে আসে এমন এক বিপজ্জনক ষড়যন্ত্র, যা বহু মানুষের জীবন হুমকির মুখে ফেলতে পারে। এমন গল্পে এটি নির্মাণ করেছেন ডেরেক হ্যাজ। এতে অভিনয় করেছেন জেনসেন অ্যাকলস, জেসিকা, ভায়োলেট, ইলিয়ট, এরিক ড্যানি প্রমুখ।
* জিও হটস্টারে মুক্তি পেয়েছে হিন্দি ওয়েব সিরিজ ‘মিস্ত্রি’। শহরে একটা খুন হয়েছে। সেই রহস্যের সমাধানে ডাক পড়ে আরমান মিস্ত্রির। রহস্যের সমাধানে মাঠে নামে আরমান। সে তার স্বভাবসুলভ ভঙ্গিমায় একে একে খুলতে থাকে রহস্যের প্রতিটি গিঁট। এটি নির্মাণ করেছেন ঋষভ শেঠ। এতে অভিনয় করেছেন রাম কাপুর, মোনা সিং , শিখা তালসানিয়া প্রমুখ।
* জি ফাইভে মুক্তি পেয়েছে বাংলা ওয়েব সিরিজ ‘বিভীষণ’। বীরভূমের শান্ত শহর বলাগরে হঠাৎ করেই ঘটতে থাকে একের পর এক অদ্ভুত এবং রক্ত হিম করা ঘটনা। জঙ্গলের ভেতর একটা মৃতদেহের সন্ধান পাওয়া যায়। কিন্তু কার মৃতদেহ এটা? তদন্তে নামে পুলিশ। কিন্তু ক্রাইম সিন থেকে চুরি হয়ে যায় মৃতদেহের মাথা। রহস্যে ঘেরা গল্পে এটি নির্মাণ করেছেন রাজা চন্দ। এতে অভিনয় করেছেন সোহম মজুমদার, দেবচন্দ্রিমা সিংহ রায় প্রমুখ।
