Logo
Logo
×

আনন্দ নগর

অমিতাভের জন্য উমরাও জান’র সেট থেকে গায়েব হয়ে যেতেন রেখা!

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অমিতাভের জন্য উমরাও জান’র সেট থেকে গায়েব হয়ে যেতেন রেখা!

ছবি: সংগৃহীত

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী রেখা। অভিনয়জীবনে একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তার মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন। তবে বচ্চনের সঙ্গে ঘর বাঁধা হয়নি। অমিতাভ রেখাকে ছেড়ে জয়াকে ভালোবেসে সংসারী হয়েছেন। কিন্তু একসময় অমিতাভকে নিজের স্বামীই মনে করতেন রেখা।

সম্প্রতি এমন একটি ‘গোপন ও বিব্রতকর তথ্য’ ভারতীয় গণমাধ্যমকে শেয়ার করেছেন প্রখ্যাত নির্মাতা মুজাফফর আলী। ১৯৮১ সালে রেখা অভিনীত ‘উমরাও জান’ সিনেমার নির্মাতা তিনি। এ সিনেমাটিকে থ্রিডি আকারে নতুনভাবে আবারও পর্দায় ফিরিয়ে আনছেন এ নির্মাতা। যেখানে থাকছে রেখার উপস্থিতি। মুজাফফর জানিয়েছেন রেখার জীবনের সেই বেদনাদায়ক ইতিহাস। বলেছেন, ‘তখন রেখা নিজেকে বিবাহিত ভাবতেন, অমিতাভ বচ্চন প্রায়ই উমরাও জানের সেটে এসে বসে থাকতেন’।

মুজাফফর আলী একটি ম্যাগাজিনের প্রচ্ছদের ওপর ভিত্তি করে ‘উমরাও জান’ সিনেমার জন্য রেখাকে প্রধান চরিত্রে চূড়ান্ত করেছিলেন। অভিনেত্রীর চোখ তাকে মুগ্ধ করেছিল এবং তিনি বিশ্বাস করেছিলেন, চরিত্রটিতে রেখা পুরোপুরি ফিট হবেন। রেখা ছিলেন সেই সময়ের উদীয়মান তারকা। সিনেমাটি মুক্তির পর বাকিটা ছিল ইতিহাস! কিন্তু উমরাও জানের সঙ্গে অমিতাভের সংযোগ কী? মুজাফফর বলেছেন, ‘ছিল’।

এক সাক্ষাৎকারে এ নির্মাতা জানান, অমিতাভ বচ্চন প্রায়শই উমরাও জানের সেটে যেতেন। তিনি বলেন, ‘তিনি (রেখা) একজন অত্যন্ত সংবেদনশীল নারী। দিল্লিতে উমরাও জানের শুটিংয়ের সময় অমিতাভ বচ্চন আমাদের সেটে এসে বসতেন। এটাই সত্য। অমিতাভের কথা বলার সময়, তিনি (রেখা) সর্বদা ‘ইনকো, ইনহোনে’ ব্যবহার করে কথা বলতেন, যেমনটা নারীরা নিজেদের বিবাহিত বলে মনে করেন। আমার মনে হয় তিনি নিজেকে বিবাহিত মনে করতেন। এটা আসলে গভীর সম্পর্ককে নির্দেশ করে।’

শুধু তাই নয়। রেখা সিনেমার সেট থেকে হঠাৎ হঠাৎ উধাও হয়ে যেতেন বলেও জানিয়েছেন মুজাফফর। হওয়াটাই স্বাভাবিক ছিল। কারণ অমিতাভ ছিলেন তখনকার সুপারস্টার। আর একজন সুপারস্টার যদি উদীয়মান কোনো নায়িকার সেটে এসে তার সঙ্গে দেখা করার জন্য বসে থাকেন, তাহলে সেই নায়িকা কী ক্যামেরার সামনে ব্যস্ত থাকবেন? রেখা সেটে ঘণ্টার পর ঘণ্টা অনুপস্থিত থাকতেন, কারণ তিনি সেই সময়ে কোনো ‘সুপারস্টার’-এর সঙ্গে দেখা করতে ব্যস্ত থাকতেন-এমন অভিযোগও উমরাও জান শুটিংকালীন প্রচলিত ছিল।

তবে পরিচালক স্বীকার করেছেন যে, অভিনেত্রীর এমন আচরণের কারণে তিনি কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন। যদিও রেখা এসব অভিযোগের সরাসরি জবাব না দিলেও তিনি তখন বলেছিলেন, শুটিং চলাকালীন প্রায়ই তিনি ঘুমিয়ে পড়তেন। সেটে যে তাকে উপস্থিত থাকতে হবে সেটা ভুলে যেতেন। তবে, এতসব অভিযোগের মধ্যেও গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি এ সিনেমায় জীবনের সেরা অভিনয় করেছেন। যার ফলে এটি বলিউডের ইতিহাসের সবচেয়ে সেরা সিনেমাগুলোর মধ্যে একটি!

এদিকে ‘উমরাও জান’ পুনঃমুক্তি পেয়েছে। ২৭ জুন থেকে নতুনভাবে উমরাও জানকে পর্দায় দেখা যাচ্ছে। অনুষ্ঠিত হয়েছে নতুনভাবে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির প্রিমিয়ার। তারকাখচিত এই বিশেষ প্রিমিয়ার উপস্থাপনা করেন রেখা নিজে। জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, আমির খান, জাহ্নবী কাপুরসহ আরও অনেক বলিউড তারকা ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম