Logo
Logo
×

আনন্দ নগর

ওটিটিতে যা দেখবেন

Icon

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* জিও হটস্টারে মুক্তি পেয়েছে ইংরেজি সিনেমা ‘দ্য ব্রুটালিস্ট’। স্থপতি লাসজলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে অভিবাসন গ্রহণ করলে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। ধনী শিল্পপতি হ্যারিসন লি ভ্যান বুরেনের সঙ্গে তার দেখা হয় ফিলাডেলফিয়ায়। লাসজলোকে আমেরিকান স্থাপত্য জগতের অংশ করে নেয় হ্যারিসন। হ্যারিসনের সহযোগিতায় লাসজলো তার স্বপ্নের আধুনিক স্থাপত্য নির্মাণের সুযোগ পায়। কিন্তু এর পেছনে ছিল এক ভয়ংকর বাস্তবতা। এতে অভিনয় করেছেন অ্যাড্রিয়েন ব্রডি, ফেলিসিটি জোনস, গাই পিয়ার্স প্রমুখ।

* বঙ্গতে দেখা যাচ্ছে নাটক ‘টাকার মেশিন’। নির্মাণ করেছেন কামরুল জিন্নাহ। অভিনয় করেছেন রাকিব হোসেইন ইভন, অশোক বেপারি, মোমেনা চৌধুরী, আরফান মৃধা শিবলু, লামিমা লাম প্রমুখ।

* হইচইতে মুক্তি পেয়েছে বাংলা সিরিজ ‘লজ্জা-২’। পরিচালনা করেছেন অদিতি রায়। এতে অভিনয় করেছেন অনুজয় চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, দীপঙ্কর দে, অনিন্দিতা বসু প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম