Logo
Logo
×

আনন্দ নগর

‘গোট’-এর ভুল অর্থ ভেবেছিলেন মেরিল স্ট্রিপ

Icon

শাহনাজ হেনা

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইংরেজি ‘গোট’ (GOAT)-এর বাংলা হচ্ছে ছাগল। কেউ যদি ‘গোট’ শব্দটি উচ্চারণ করে, তাহলে সাধারণ অর্থে যে কেউ এটাকে ‘ছাগল’ হিসাবেই ধরে নেবেন। ঠিক যেমনটি ধরে নিয়েছিলেন হলিউডের প্রখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপ। একবার এক অনুষ্ঠানে সহ-অভিনেতারা তাকে দেখামাত্রই ‘গোট’ বলে ডাকা শুরু করলেন। আর তাতেই বেজায় কষ্ট পেয়েছিলেন অভিনেত্রী। মেরিল স্ট্রিপ ভেবেছিলেন, তার সহ-অভিনেতারা তাকে অপমান করেছেন।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডোন্ট লুক আপ’র অংশ ছিলেন মেরিল স্ট্রিপ। একই সিনেমায় অভিনয় করেছেন লিওনার্দো ডি’ক্যাপ্রিও, জেনিফার লরেন্স, কেট ব্ল্যানচেট, টিমোথি সালামেট, আরিয়ানা গ্রান্ডের মতো তারাকারা। এ সিনেমার প্রচারের সময় এক আয়োজনে মেরিল উপস্থিত হলে সেখানে প্রথমে জেনিফার লরেন্স তাকে ‘গোট’ বলে সম্বোধন করেন। এতে বেশ মন খারাপ হয় মেরিলের। শুরুতে মনে করেছিলেন, ভুল করে ডাকা হয়েছে। কিন্তু উপস্থাপকের মুখেও একই শব্দের পুনরাবৃত্তি হতে দেখে তিনি এবার নড়েচড়ে বসেন। বুঝতে পারছিলেন না, কেন তাকে এভাবে ‘ছাগল’ বলে অপমান করা হচ্ছে? তিনবারের অস্কার বিজয়ী অভিনেত্রী ভেবেছিলেন যে, তার সহ-অভিনেতারা তাকে সম্মান করার পরিবর্তে রোস্ট করছেন। কিন্তু তিনি শুধু মন খারাপই করেছিলেন। কাউকে কিছু বলেননি। যখন সবাই মিলে গ্রুপ ফটোশুটের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখনই বেশ অভিমান নিয়ে মেরিল জিজ্ঞেস করেন, “আমাকে তোমরা বলো, এই ‘বুড়ো ছাগলটি’ কোথায় দাঁড়াবে?” ঠিক তখনই সবাই চমকে ওঠেন! এর আগে কেউ বুঝতে পারেননি, মেরিল আসলে অভিমান করে আছেন। তখনই জেনিফার লরেন্স সমস্যাটি বুঝতে পারেন। বুঝেই বেশ আতঙ্কিত হয়ে পড়েন এই ভেবে, স্ট্রিপ বিশ্বাস করেন যে, তারা সারাক্ষণ তাকে উপহাস করে আসছে। সঙ্গে সঙ্গেই তিনি মেরিলের ভুল ভাঙিয়ে দেন। ‘গোট’ বলতে তারা প্রাণী ‘ছাগল’ বোঝাননি। বুঝিয়েছেন Greatest of All Time (গ্রেটেস্ট অব অল টাইম), সংক্ষেপে যাকে বলা হয় GOAT (গোট)। লরেন্স বিষয়টি ব্যাখ্যা করেন মেরিলকে, “‘আমরা তোমাকে সর্বকালের সেরা’ হিসাবে স্বীকৃতি দিতে চাই। এতক্ষণ সেটাই বলছিলাম। তুমি মন খারাপ করেছ। তুমি কী জানো, তুমি সর্বকালের সেরা অভিনেত্রী। কেন আমরা তোমাকে এতদিন ‘গোট’ ডাকিনি, এটাই আমাদের ব্যর্থতা।” আর তখনই নিজের ভুল বুঝতে পেরে অট্টহাসিতে ফেটে পড়েন মেরিল। তবে ক্ষমা প্রার্থনা করতেও ভোলেননি। বলেছেন, ‘তোমরা আমাকে যেটা বলছ, বা যে সম্মান দিচ্ছ, সেটার উপযুক্ত আমি নই।’ এরপর উপস্থাপককেও নিজের সাক্ষাৎকারের সময় একই বিষয়ের অবতারণা করে মেরিল বলেছেন, “আরে, আমাকে ‘গোট’ ডাকার জন্য ধন্যবাদ। আমি ভেবেছিলাম তুমি এতক্ষণ আমাকে ‘ছাগল’ ডাকছ।”

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম