Logo
Logo
×

আনন্দ নগর

আমিরের জন্য প্রিয় বন্ধু শাহরুখকে ছেড়ে দিয়েছিলেন কাজল!

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বলিউডে এ মুহূর্তে আমির খান ও কাজল মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ। মিস্টার পারফেকশনিস্টখ্যাত আমির ‘সিতারে জামিন পার’ এবং ‘মা’ নিয়ে কাজল বক্স অফিসে তীব্র লড়াই করছেন। হরর সিনেমা ‘মা’ মুক্তি পেয়েছে সপ্তাহ দুয়েক আগে। অন্যদিকে গত সপ্তাহে ‘সিতারে জামিন পার’ পর্দায় এলেও, এটি এখন ‘মা’-এর জন্য কঠিন লড়াইয়ের মুখোমুখি। ‘বুড়ো’ বয়সে এসে আলাদা সিনেমা আমিরের সঙ্গে লড়াই করলেও এক সময় কাজল তার প্রত্যাবর্তনের জন্য শাহরুখ খানের পরিবর্তে মিস্টার পারফেকশনিস্টকেই বেছে নিয়েছিলেন!

২০০৬ সালে, কাজলকে দুটি সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল- একটি আদিত্য চোপড়ার ‘ফানা’ এবং অন্যটি ছিল করণ জোহরের ‘কাভি আলবিদা না কেহনা’। যদিও সবাই ভেবেছিলেন অভিনেত্রী অবশ্যই ‘কাভি আলবিদা না কেহনা’তে যাবেন। কারণ এতে তার দুই ঘনিষ্ঠ বন্ধু, শাহরুখ খান এবং করণ জড়িত ছিলেন। তবু তিনি কুণাল কোহলি পরিচালিত ‘ফানা’ বেছে নিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন! তবে এ সিনেমায় অভিনয়ের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন কাজল নয়, ‘জুনি’ হবেন ঐশ্বরিয়া রাই। পাশাপাশি ‘ড. মালিনি’ চরিত্রে সুস্মিতা সেনের নামও ছিল, যেখানে পরে দেখা গেছে টাবুকে।

আমিরকে যখন চূড়ান্ত করা হয়, তখন চরিত্রগুলোর জন্য ঐশ্বরিয়া রাই ও সুস্মিতা সেনের নামই প্রস্তাবনায় রেখেছিলেন নির্মাতা। সিনেমায় অভিষেক বচ্চনও ছিলেন সেই চরিত্রে, যা পরে শাইনি আহুজা অভিনয় করেছিলেন! কিন্তু আমির বেঁকে বসেন। তিনি ‘ফানা’র জন্য ‘তিনটি পছন্দ’ দিয়েছিলেন! ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক কুণাল কোহলি জানিয়েছেন, ‘ফানা’তে আমির আসার পর, তিনি অভিনেতাকে ‘জুনি’র জন্য তিনটি নাম দিতে বলেছিলেন এবং উত্তরটি সবাইকে অবাক করে দিয়েছিল। কুণাল কোহলি স্মরণ করে বলেন, ‘আমরা প্রথমে আমিরের কাছে গিয়েছিলাম এবং যখন আমরা তাকে জিজ্ঞেস করলাম যে, জুনির চরিত্রে কে সবচেয়ে ভালো অভিনয় করবে, তখন তিনি বলেন, ‘আমি তোমাকে তিনটি নাম দেব, আর সেগুলো হলো কাজল, কাজল এবং কাজল।’

কেন ঐশ্বরিয়াকে নেওয়া হলো না, সেটাও জানিয়েছেন ‘ফানা’র নির্মাতা। প্রথম পছন্দ হওয়া সত্ত্বেও শুরুতে আমিরকে অবশ্য ঐশ্বরিয়ার নাম জানানো হয়নি। যদি সাবেক বিশ্বসুন্দরীকে কাস্ট করতে পারতেন তাহলে তা হতো ভিন্ন একটা অধ্যায়। এক, ঐশ্বরিয়া ও আমির তখনো একসঙ্গে অভিনয় করেননি। দুই, ঐশ্বরিয়া রাই এবং সুস্মিতা সেন কখনো একসঙ্গে ফ্রেম ভাগ করে নেননি! আবার ভিন্ন ঘটনাও হতে পারত। আমিরই হয়তো ঐশ্বরিয়ার বিষয়ে ‘না’ করে দিতেন। কারণ, মিস্টার পারফেকশনিস্টের সুপারহিট সিনেমা ‘রাজা হিন্দুস্তানি’তে অভিনেতার সঙ্গে অভিষেক করতে অস্বীকৃতি জানিয়েছিলেন ঐশ্বরিয়া! তবে আমিরের পরামর্শে কাজলকে নিয়ে কিন্তু নির্মাতা সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। ফলাফলও পেয়েছেন হাতে হাতে। ‘ফানা’ বলিউড সিনেমার ইতিহাসে রেকর্ড গড়েছে। অন্যদিকে শাহরুখের ‘কাভি আলবিদা না কেহনা’য় করণ কাজলকে না পেয়ে শাহরুখেরই আরেক বন্ধু রানি মুখার্জিকে বেছে নেন। এ সিনেমাটিও সুপারহিটের তালিকায় নাম লিখিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম