গাজায় গণহত্যার প্রতিবাদে গান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি গান লিখেছেন এ মিজান। ‘পাখির মতো উড়ছে শুধু গাজাবাসীর লাশ, কিছু মানুষ তাই দেখে হায় করছে হা-হুতাশ’-এমন শব্দমালায় গানটির সুরও করেছেন তিনি। কণ্ঠ দিয়েছেন মো. মহিদুল ইসলাম। সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। ইতোমধ্যেই গানটি রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগ্গির এটি ভিডিও আকারে ইউটিউবে একটি চ্যানেলে প্রকাশ হবে। এ গান প্রসঙ্গে মিজান বলেন, ‘দীর্ঘ বছর ধরেই ফিলিস্তিনে নির্বিচারে সাধারণ মানুষদের হত্যা করছে ইসরায়েল। শিশুসহ প্রতিদিনই নিরস্ত্র মানুষকে হত্যা করছে তারা। গাজা বর্তমানে মৃত্যুকূপ। ইসরাইলের এমন বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আমার এ গান। সৃষ্টিকর্তা ফিলিস্তিনিদের নিরাপদ রাখুক। এই মানুষ হত্যার যুদ্ধ থেমে যাক এ প্রার্থনাই করি।’
