Logo
Logo
×

আনন্দ নগর

আজ দেখা যাবে ইত্যাদির সংকলিত পর্ব

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্ব মুন্সীগঞ্জে ইছামতি নদীর তীরে ঐতিহ্যবাহী প্রত্ন নিদর্শন ইদ্রাকপুর কেল্লার সামনে ধারণ করা হয়েছিল। এটি প্রচার হয়েছিল ২০২৩ সালের জুলাই মাসে। এ পর্বটি আজ পুনঃপ্রচার হবে বলে জানিয়েছে অনুষ্ঠানটির প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটির এ পর্বে মুন্সীগঞ্জের সন্তান জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান পরিবেশন করেছেন একটি গান। লোকগানের সম্রাট আবদুল আলীমের গাওয়া একটি গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন সৈকত শিশু জাহিদ, বাদশা আর শাহজাহান। আরও রয়েছে মুন্সীগঞ্জ জেলাকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। এ ছাড়া ইত্যাদির ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রচারিত পর্ব থেকে কণ্ঠশিল্পী মাহমুদুজ্জামান বাবুর একটি দেশের গানও সংকলন করা হয়েছে। দর্শকপর্বের আয়োজনে অংশ নিয়েছেন মুন্সীগঞ্জের সন্তান সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও বালাম। রয়েছে মুন্সীগঞ্জের ঐতিহ্যে পরিণত হওয়া টিনের ঘর নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন, বরগুনা জেলার তালতলী উপজেলার একটি গ্রামের ৪ বোনের জীবনচিত্র এবং আমেরিকার শিকাগো শহরের ওপর একটি প্রতিবেদন। নানা সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রুপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। অনুষ্ঠানটি ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি বিটিভিতে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম