টুকরো খবর
সমালোচনার পর মুখ খুললেন মম
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নাটক-সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ছাত্র আন্দোলন পরবর্তী নতুন বাংলাদেশে ২০২৪-২৫ অর্থবছরের চলচ্চিত্র অনুদান কমিটিতে রাখা হয় এ অভিনেত্রীকে। সম্প্রতি সরকারি অনুদান যারা পেয়েছে তাদের তালিকা তথ্য মন্ত্রণালয় প্রকাশ করেছে। এ নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, ঠিক তখন মম জানালেন, তিনি এ কমিটি থেকে গত ২৫ মে পদত্যাগ করেছেন। বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন অভিনেত্রী। তবে কেন রেখেছিলেন সেটি স্পষ্ট করেননি। মম দাবি করেন, সরকারের কাছে যেহেতু ব্যক্তিগত কোনো চাওয়া নেই, এজন্য শুধু কাজই করতে চেয়েছিলেন তিনি; কিন্তু সেটি হয়নি। তার ছেড়ে দেওয়া পদে অন্য কেউ এসে কাজ করলে এতে কমিটির জন্য ভালো হবে। এদিকে শুধু মম নয়, অনুদান কমিটি থেকে পদত্যাগ করেছেন আরও কয়েকজন।
