সালমান-ঐশ্বরিয়ার প্রেমের গোপন রহস্য ফাঁস!
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শিরোনামে বিরক্তি এসে যেতে পারে অনেকেরই। যে প্রেমের বিচ্ছেদ ঘটেছে আরও দুই দশকেরও বেশি বছর আগে, সেটার আবার রহস্য কী? কিন্তু সেই প্রেমের পাত্র যখন সালমান খান, তখন সেটা দেড় যুগ কেন, দেড়শ বছরেও শেষ হওয়ার নয়। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন সালমান খান ও ঐশ্বরিয়া রাই। মূলত এ সিনেমায় অভিনয় করতে গিয়েই এ দুই তারকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাত্র চার বছর স্থায়ী হয়েছিল তাদের প্রেম। ২০০২ সালে সেটি ভেঙে যায়। এরপর সময় অনেক গড়িয়ে গেছে। সালমান আরও একাধিক নায়িকার সঙ্গে প্রেমে জড়িয়েছেন বা জড়ানোর চেষ্টা করেছেন। অন্যদিকে ঐশ্বরিয়াও একাধিক নায়কের সঙ্গে প্রেম বিচ্ছেদের পর থিতু হয়েছেন অভিষেকে। অমিতাভ তনয়কে বিয়ে করে এখনো চুটিয়ে সংসার করছেন। কিন্তু সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম ও বিচ্ছেদের পর বহু বছর কেটে গেলেও, তাদের নিয়ে চর্চার শেষ নেই। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় ঐশ্বরিয়ার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন স্মিতা জয়াকর। তিনিই সম্প্রতি সালমান-ঐশ্বরিয়ার প্রেমের গোপন রহস্য ফাঁস করেছেন। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিতা জানান, কেন সালমানের প্রেমে পড়েছিলেন ঐশ্বরিয়া। তিনি বলেন, ‘সালমানকে অনেকে রাগী বলেন, কিন্তু ওই সিনেমার সেটে তাকে কখনোই রাগতে দেখিনি। আমার মনে হয় তিনি রাগী, এটা মানুষের বাড়িয়ে বলা। এমনিতে কার না রাগ হয় বলুন তো? কিন্তু সেটে যা কিছুই ঘটুক না কেন, সালমান কখনোই রাগতেন না। ইন্ডাস্ট্রিতে ঐশ্বরিয়াও নতুন। ঠিক সালমানের এ বিষয়টিই তাকে আকৃষ্ট করেছে। এ সিনেমার সেটেই তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। ব্যক্তি জীবনের তাদের এ রসায়ন সিনেমাটিকে আরও বেশি সহায়তা করেছিল। শুটিংয়ে দুজনের বাস্তব জীবনের রোমান্স চোখেমুখে ফুটে উঠত।’ সঞ্জয় লীলা বানশালী পরিচালিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন অজয় দেবগন ও সালমান খান। সিনেমাটি সুপারহিটও হয়েছিল। কিন্তু যেই রাগহীনতার জন্য সালমানের প্রেমে পড়েছিলেন ঐশ্বরিয়া, সেই রাগের জন্যই শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। ২০০২ সালে সালমান-ঐশ্বরিয়ার বিচ্ছেদ ঘটে। সে সময় সালমানের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও তোলেন ঐশ্বরিয়া। তবে তখন থেকে এখন পর্যন্ত ঐশ্বরিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা তো দূরের কথা, মুখই খোলেননি সালমান খান। কিন্তু ঐশ্বরিয়াকে তিনি ভালোবাসতেন এবং অন্য কারও সঙ্গে মেনে নিতে পারেননি। একই কারণে এক সময় শাহরুখ খানের সেটে গিয়ে বিতণ্ডায়ও জড়িয়েছিলেন বলিউড ভাইজান।
