Logo
Logo
×

আনন্দ নগর

ওটিটিতে যা দেখবেন

Icon

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* নেটফ্লিক্সে দেখা যাচ্ছে আমেরিকান ক্রাইম থ্রিলার সিনেমা ‘ওম্যান অব দ্য আওয়ার’। এতে অভিনয় করেছেন ড্যানিয়েল জোভাত্তো, আনা কেন্ড্রিক, নিকোলেট রবিনসন, টনি হেল, অটাম বেস্ট, ক্যাথরিন গ্যালাঘার, কেলি জ্যাকেল, পিট হোমস প্রমুখ।

* বঙ্গতে দেখা যাচ্ছে বাংলায় ডাবিংকৃত তামিল সিনেমা ‘গলি সোডা’। পরিচালনা করেছেন ভিজয় মিল্টন। এতে অভিনয় করেছেন কিশোর শান্তি ধিনাকরন, চন্দিনী, সিঁথা, মুরুগেশ, শ্রী রাম প্রমুখ।

* বিঞ্জে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘পঁচিশ’। মাহমুদ দিদারের পরিচালনা এটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, সুনেরাহ বিনতে কামাল, ইয়াশ রোহান প্রমুখ।

* হইচইতে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘রাজনীতি’। পরিচালনা করেছেন সৌরভ চক্রবর্তী। এতে অভিনয় করেছেন দিতিপ্রিয়া রয়, অর্জুন চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি, আনিরুদ্ধ গুপ্ত প্রমুখ।

* জিও হটস্টারে দেখা যাচ্ছে ইংরেজি সিনেমা ‘ওলফ ম্যান’। সান ফ্রান্সিসকোর ব্ল্যাক নামের এক লেখক উত্তরাধিকার সূত্রে একটি বাগানবাড়ির মালিকানা পান। একসময় সেখানে গেলে অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হন তিনি। এতে অভিনয় করেছেন ক্রিস্টোফার অ্যাবট, জুলিয়া গার্নার, মাটিল্ডা ফার্থ প্রমুখ।

* অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে সিরিজ ‘দ্য হুইল অব টাইম-সিজন ৩’। নির্মাণ করেন রাফে জুডকিনস। সিরিজটির গল্প এক কল্পজগৎ নিয়ে, যেখানে অনেকে জাদুর অস্তিত্ব রয়েছে। এতে অভিনয়ে আছেন রোজামুন্ড পাইক, ড্যানিয়েল হেনি, জো রবিনস, মেডেলিন ম্যাডেন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম