Logo
Logo
×

আনন্দ নগর

ওটিটিতে যা দেখবেন

Icon

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* নেটফ্লিক্সে দেখা যাচ্ছে আমেরিকান অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ক্যারি-অন’। এর কাহিনি একজন তরুণ টিএসএ অফিসারকে ঘিরে। অফিসার ইথান কোপেক তার বাবার অপরাধমূলক ইতিহাস গোপন করার জন্য পুলিশ একাডেমি থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর, তিনি নিন্দুক হয়ে উঠেছেন। এটি পরিচালনা করেছেন জাউমে কোলেট। এতে অভিনয় করেছেন ট্যারন এগারটন, সোফিয়া কারসন, ড্যানিয়েল ডেডওয়াইলার, থিও রসি, লোগান মার্শাল-গ্রিন, জেসন বেটম্যান প্রমুখ।

* ম্যাক্স-এ মুক্তি পেয়েছে কমেডি-ড্রামা ইংরেজি টিভি সিরিজ ‘হ্যাকস’র চতুর্থ সিজন। একজন তরুণ কমেডি লেখক ও একজন কিংবদন্তি স্ট্যান্ড-আপ কমেডিয়ানের মধ্যে পেশাগত সম্পর্কের ওপর কেন্দ্রীভূত করেই এটি যৌথভাবে নির্মাণ করেন তিন নির্মাতা। এতে অভিনয় করেছেন জিন স্মার্ট, হান্না আইনবান্ডার, কার্ল ক্লেমন্স-হপকিন্স, মেগান স্টল্টার প্রমুখ।

* অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে সিরিজ ‘দ্য হুইল অব টাইম-সিজন ৩’। নির্মাণ করেন রাফে জুডকিনস। সিরিজটির গল্প এক কল্পজগৎ নিয়ে, যেখানে অনেক জাদুর অস্তিত্ব রয়েছে। তবে অল্প কিছু মানুষ জাদু জানে। এতে অভিনয়ে আছেন রোজামুন্ড পাইক, ড্যানিয়েল হেনি, জো রবিনস, মেডেলিন ম্যাডেন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম