Logo
Logo
×

আনন্দ নগর

ওটিটিতে যা দেখবেন

Icon

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* নেটফ্লিক্সে দেখা যাচ্ছে আমেরিকান স্পোর্টস সিনেমা ‘ইউ গোট্টা বিলিভ’। ববি র‌্যাটলিফ এবং তার সবচেয়ে ভালো বন্ধু, আইনজীবী জন কেলি একটি বেসবল দলের সহ-প্রশিক্ষক। কিন্তু তাদের দলের বেশিরভাগ খেলোয়াড়েরই খেলাধুলায় খুব একটা আগ্রহ নেই, তারা মৌসুমটা কোনোভাবে শেষ করতে চায়। এদিকে তাদের লিটল লীগ ওয়ার্ল্ড সিরিজে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু এ মুহূর্তে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন কোচ ববি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এটি পরিচালনা করেছেন টাই রবার্টস। এতে অভিনয় করেছেন লুক উইলসন, গ্রেগ কিন্নেয়ার, সারা গ্যাডন, মাইকেল ক্যাশ, এতিয়েন কেলিসি, মলি পার্কার প্রমুখ।

* হইচইতে মুক্তি পেয়েছে সিরিজ ‘ডাইনি’। কুসংস্কারের অন্ধকার থেকে লড়াই করে বেঁচে ফেরা দুই বোন লতা ও পাতার গল্প নিয়ে এটি নির্মাণ করেছেন নির্ঝর মিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। আরও আছেন কৌশানী মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।

* অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘জিদ্দি গার্লস’। কলেজ পড়ুয়া মেয়েদের গল্পে এটি পরিচালনা করেছেন সোনালি বোস। এতে অভিনয় করেছেন সিমরান, নন্দিতা দাস, নন্দিশ সিং সান্ধু, লিলেট দুবে, রেবতী প্রমুখ।

* বিঞ্জে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘শিকল’। এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। এতে অভিনয় করেছেন তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মামুন রশীদ অপু প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম