প্রকাশের অপেক্ষায় তানভীরের দুই গানের ভিডিও
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো, লস এনজেলেস ও ডেথভ্যালিতে নতুন দুটি গানের ভিডিওর দৃশ্যধারণ করেছেন তানভীর তারেক। এর মধ্যে একটি গান লিখেছেন নন্দিত অভিনেতা নির্মাতা আফজাল হোসেন। আরেকটি লিখেছেন তানভীর তারেক। দুটি গানেরই সুর ও সংগীতায়োজন করেছেন তানভীর। মিউজিক ভিডিও পরিচালনা করছেন রাজ হামিদ ও টিম আসিফ আকবর। এ প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘গত কয়েক মাস বেশ কিছু মিউজিক ট্র্যাক তৈরির কাজ করেছি। ইচ্ছা আছে আমার মৌলিক গানের ১০০টি গানের সিরিজ প্রকাশ করার। সেই প্রজেক্টেই এ গানগুলো মুক্তি পাচ্ছে। কিংবদন্তি আফজাল হোসেন আমাকে ভালোবাসেন। আমি তার পরিচালিত একটি চলচ্চিত্রেও মিউজিকের কাজ করেছি। সেই ভালোবাসার সূত্রেই তার একটি কবিতাকে সুরারোপ দিয়ে গান বেঁধেছি। তাকে ডেমো ট্র্যাকটিও পাঠিয়েছি। গানটিতে মডেল হিসাবে কাজ করেছেন নাবিলা। সে পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার। এআই নিয়ে ক্যালিফোর্নিয়াতে কাজ করে।
মূলত বিদেশের মাটিতে খুব পেশাদার ক্যামেরা পার্সন ও টিম নিয়ে কাজ করাটা খুবই খরচসাপেক্ষ। সেক্ষেত্রে আমি ভাগ্যবান যে, আমি এমন কিছু প্রফেশনাল টিমের সাপোর্ট নিয়ে কাজ করতে পেরেছি, যারা বিশ্বমানের কাজ করে আসছে। আশা করছি গান দুটি শ্রোতা-দর্শকদের কাছে ভালো লাগবে।’
