টুকরো খবর
এবার কি পারবেন মন্দিরা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকাই সিনেমার নায়িকা মন্দিরা চক্রবর্তী। ‘কাজলরেখা’ নামে একটি সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক। এটি গত বছরে মুক্তি পায়। এ বছরের কুরবানির ঈদে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’। দুটি সিনেমাই প্রেক্ষাগৃহে খুব একটা সুবিধা করতে পারেনি। এরই মধ্যে নায়িকা জানালেন তার তৃতীয় সিনেমার কথা। ‘প্রতিদ্বন্দ্বী’ নামে একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এটি পরিচালনা করবেন মিঠু খান। এতেও মন্দিরার সহশিল্পী হিসাবে থাকবেন তার প্রথম সিনেমার নায়ক শরিফুল রাজ। এবার কি পারবেন মন্দিরা সিনেমাটি নিয়ে অনেক দূর এগোতে? নাকি বাকি দুটির মতো এটির ভাগ্যেও থাকবে ব্যর্থতা? সময় হলেই এর উত্তর মিলবে। জানা গেছে, মফস্বল শহরের এক ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। চলতি বছরের শেষদিকে শুরু হবে এর শুটিং। এ প্রসঙ্গে মন্দিরা বলেন, ‘আমি বরাবরই গল্পকে প্রাধান্য দেই। দিনশেষে গল্পটাই মূল কথা। দর্শক টাকা দিয়ে সিনেমা দেখবে, দুই ঘণ্টা সময় ব্যয় করবে, মানসম্মত কিছু করতে না পারলে, আমি মনে করি কাজ না করাই ভালো। বেছে বেছে কাজ করি, কম কাজ করি, ভালো কাজ করতে চাই। দর্শকের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের ভালোবাসার জন্যই আজকের আমি।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি আমার তৃতীয় সিনেমাটি আগের দুই সিনেমার থেকে আলাদা হবে। আমি এটি নিয়ে আশাবাদী।’ তিনি আরও বলেন, ‘আমার তৃতীয় সিনেমাটিও হতে যাচ্ছে অনেক চমকের। সেইসঙ্গে আমার ক্যারিয়ারের জন্যও ভালো কিছু। আপাতত নতুন সিনেমাটির জন্য প্রস্তুতি নিচ্ছি।’ এ দিকে সময় পেলেই দেশ-বিদেশে বেশ ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ান। ঈদের আগেই দেশে এসে নীলচক্র প্রচারে অংশ নেন। ভ্রমণ বিষয়ে মন্দিরা বলেন ‘ঘরে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। দেশে হোক বা বিদেশে, আমি ঘুরতে ভালোবাসি। নতুন নতুন জায়গায় যেতে ভালো লাগে। তবে সমুদ্র আমাকে খুব টানে। সমুদ্রে যেতে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা হোক দেশে বা দেশের বাইরে। ঠিক ঘোরাঘুরির মতো, খেতেও ভালোবাসি।’
