টুকরো খবর
লাবণ্যর কণ্ঠে সাবিনা ইয়াসমিন ও চিত্রা সিংয়ের গান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রখ্যাত দুই সংগীতশিল্পী চিত্রা সিং ও সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় চারটি গান কণ্ঠে তুলেছেন এ প্রজন্মের গায়িকা ইয়াসমিন লাবণ্য। গানগুলো হলো-চিত্রা সিং’র ‘বাঁকা চোখে বল না’ ও ‘কথা ছিল দেখা হবে’ এবং সাবিনা ইয়াসমিনের ‘আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়’ ও ‘নজর লাগবে বলে’। ১৮ জুলাই সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে স্যাটেলাইট চ্যানেল আরটিভির সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’-এ গানগুলো পরিবেশিত হবে। এরই মধ্যে গানগুলোর রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। আয়োজন প্রসঙ্গে ইয়াসমিন লাবণ্য বলেন, ‘গুণী এ দুই শিল্পীর গান গাইবার সুযোগ পাওয়া পরম সৌভাগ্যের। চারটি গানই আমার ভীষণ প্রিয়। কেমন গেয়েছি জানি না, তবে চেষ্টার কমতি ছিল না। আশা করছি ভালে লাগবে দর্শক শ্রোতাদের।’ এদিকে লাবণ্য নিজের মৌলিক গানের কাজ নিয়েও মনোযোগী হয়ে উঠেছেন বলে জানিয়েছেন।
