Logo
Logo
×

আনন্দ নগর

এক নাটকে দিনার, দীপা ও পার্থ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার-বাংলা নাটকের দুই প্রখ্যাত অভিনয়শিল্পী। সম্প্রতি তারা জুটি বেঁধেছেন ‘অনুতপ্ত’ নামে একটি নাটকে। এতে তাদের সন্তানের চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের আলোচিত অভিনেতা পার্থ শেখ। তার বিপরীতে রয়েছেন মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। এ নাটকে আমাদের সমাজে ঘটে যাওয়া ঘটনাই নতুন করে তুলে ধরা হয়েছে বলে নির্মাতা কে এম সোহাগ রানা জানিয়েছেন। সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট নামে একটি ইউটিউব চ্যানেলে নাটকটি শিগ্গির প্রচারে আসবে। নির্মাতা বলেন, ‘অনুতপ্ত নিয়ে এরই মধ্যে সবার মাঝে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। আমরা খুব পজিটিভি একটা আবহ পাচ্ছি। যা মনে মনে প্রত্যাশা করেছিলাম। এ নাটকের গল্পটা যদিও সমসাময়িক, কিন্তু তারপরও দর্শকের ভালো লাগবে। কারণ আমরা ফেসবুকে অনুতপ্তকে ঘিরে একটু একটু করে সাড়া পেতে শুরু করেছি। নাটকটি প্রচারের পর আশা রাখছি দর্শক তা মন দিয়ে উপভোগ করবেন।’ এতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘পারিবারিক গল্পে কাজ করতে সব সময়ই আমার ভালো লাগে। কারণ এ ধরনের গল্পের নাটক পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে উপভোগ করা যায়। আশা করছি ভালো লাগবে সবার।’ ইন্তেখাব দিনার বলেন, ‘পার্থ এ সময়ের নতুনদের মধ্যে বেশ ভালো করছে। দীপার সঙ্গে অভিনয় করতে সব সময়ই ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। সব মিলিয়ে আমি এই গল্পে নতুন আমাকে খুঁজে পেয়েছি। যে কারণেই মনে হচ্ছে নাটকটি দর্শকের মাঝে সাড়া ফেলবে।’ পার্থ শেখ বলেন, ‘নাটকটিতে কাজ করে আমি ভীষণ উচ্ছ্বসিত। অধীর আগ্রহে প্রচারের অপেক্ষায় আছি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম