Logo
Logo
×

আনন্দ নগর

ওটিটিতে যা দেখবেন

Icon

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রোমান্টিক গল্পের সিনেমা ‘আপ জেয়সা কোই’। এটি পরিচালনা করেছেন বিবেক সোনি। এতে অভিনয় করেছেন আর. মাধবন, ফাতিমা সানা শেখ, আয়েশা রাজা প্রমুখ।

* সনি লাইভে দেখা যাচ্ছে মালয়ালম সিনেমা ‘নারিভেত্তা’। কেরালার এক পাহাড়ি আদিবাসী গ্রামের কিছু ঘটনা নিয়ে বানানো হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন অনুরাজ মনোহর। এতে অভিনয় করেছেন টোভিনো থমাস, সুরাজ ভেঞ্জারামধু, প্রিয়াম্ভেদা কৃষ্ণান প্রমুখ।

* জিও হটস্টারে মুক্তি পেয়েছে সিনেমা ‘মুনওয়াক’। কেরালার আশি দশকের ব্যতিক্রমী ব্রেকডান্স সংস্কৃতি ও যুবসমাজের নৃত্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এটি। মাইকেল জ্যাকসনের সেই জাদুকরি নাচের পদক্ষেপ তরুণদের জীবনের অনুপ্রেরণা, যা তাদের জীবনের নতুন অর্থ খুঁজে দেয়। পরিচালনা করেছেন বিনোদ এ. কে। এতে অভিনয় করেছেন সিবি কুট্টাপ্পান, ঋষি কৈনিক্কার প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম