মুক্তি পাচ্ছে ইরফানের ‘আলী’
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে ‘আলী’ নামে একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। যিনি একজন বাকপ্রতিবন্ধী তরুণ আলীর চরিত্রে অভিনয় করেছেন। আলী অটিজমেও আক্রান্ত। চিত্রনাট্যে আলীর সঙ্গে তার বোনের ভালো সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন ও আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম তুলে ধরা হয়েছে। চরিত্র প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘পুরো সিনেমায় সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলেছি। শুটিংয়ের চার মাস আগে থেকেই সব কাজ বন্ধ রেখে চরিত্রের প্রস্তুতি নিয়েছি। শুধু ভাষা নয়, যারা অটিজম নিয়ে কাজ করেন, তাদের সঙ্গেও সময় কাটিয়েছি।’ এ চরিত্রটি দর্শকের মনে দাগ কাটবে এমনই প্রত্যাশা এ অভিনেতার। নির্মাতা বলেন, ‘সিনেমাটি পোস্টার ও ট্রেলার প্রকাশের পর বেশ সাড়া পেয়েছি। আশা করি প্রেক্ষাগৃহেও দর্শক এটি উপভোগ করবেন।’
