Logo
Logo
×

আনন্দ নগর

অর্ধযুগ পর ঈশিতা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অর্ধযুগ পর ঈশিতা

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা এখন অভিনয়ে অনিয়মিত। মাঝে মধ্যে তিনি গানও করতেন। প্রকাশ করেছেন একাধিক অ্যালবাম। সর্বশেষ ছয় মাস আগে ‘আমার অভিমান’ শিরোনামে একটি মৌলিক গান প্রকাশ করেছিলেন তিনি। অর্ধযুগ পর আবারও নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। এবারের গানের শিরোনাম ‘রুপোর ঝলক’। এটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি ও ইশান মিত্র। গানটি তানিম রহমান অংশু পরিচালিত ইউটিউবে প্রকাশিত ‘নসিব’ নামে একটি ওয়েবফিল্মে ব্যবহৃত হয়েছে। এ গানটির জন্য ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ঈশিতা। তিনি বলেন, ‘গানটি দুবছরেরও বেশি সময় আগে গেয়েছিলাম। একই নির্মাতার একটি টেলিফিল্মে অভিনয় করেছিলাম। তখনই আমাকে গানটি শোনানো হয়। বেশ ভালো লেগে যায় তখন। আগে থেকেই আসিফ ভাইয়ের লেখনী আমার খুব পছন্দ। এ গানটির কথাও দারুণ লেগেছে। তাই গেয়ে ফেললাম। সেই সময় এটি নিয়ে বেশ পরিকল্পনা ছিল। কিন্তু মাঝে আমি পারিবারিক কাজে অনেক ব্যস্ত ছিলাম। পরবর্তী সময়ে এই ওয়েবফিল্মে ব্যবহার করা হলো। এখানেও দারুণ মানিয়েছে গানটি। প্রকাশের পর ভালোই সাড়া পাচ্ছি। ভাবছি যেহেতু অনেক দিন বিরতির পর নতুন একটি মৌলিক গান প্রকাশ পেয়েছে। আরো কয়েকটা মৌলিক গান করা যেতেই পারে। দেখা যাক কী হয়।’ উল্লেখ্য, ঈশিতার গানের অ্যালবামের মধ্যে রয়েছে ‘রাত নিঝুম’, ‘ভুলোনা আমায়’, ‘কুলসুম’।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম