Logo
Logo
×

আনন্দ নগর

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এ জনি ডেপের ফেরা অনিশ্চিত

Icon

শাহনাজ হেনা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ হলিউডের সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম এক নাম। এই সিনেমায় জ্যাক স্প্যারোর চরিত্রে রূপদান করেছেন জনি ডেপ। সিনেমাটির ষষ্ঠ কিস্তি নির্মাণের ঘোষণা এসেছে মাস কয়েক আগে। সেটির কাজও চলমান। ষষ্ঠ কিস্তিতে জ্যাক স্প্যারো হয়ে ফিরছেন জনি ডেপ, এমন খবরও প্রকাশ হয়েছে একাধিকবার। কিন্তু অভিনেতার ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান-৬’-এ জ্যাক স্প্যারোর ভূমিকায় ফিরে আসার বিষয়টি অনিশ্চিত বলেই জানিয়েছে মার্কিন গণমাধ্যম। যারা এখনও আশা করছেন, জনি ডেপ আবার জ্যাক স্প্যারোর বুটে ফিরে যাবেন এবং পাল থেকে দোল খাবেন, তাদের জন্য এটা নিশ্চয়ই একটা দুঃসংবাদ হতে পারে। তবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। যখন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’র পটভূমি তৈরি হচ্ছে, তখন ডেপও কিন্তু অলস বসে নেই। তাহলে আজকাল তিনি কী করছেন? ডেপ বর্তমানে একটি থ্রিলারের শুটিং করছেন। যার শুটিং চলছে ইউরোপে। এদিকে ডিজনি আনুষ্ঠানিকভাবে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে জনি ডেপের প্রত্যাবর্তনের ঘোষণা না দিলেও, ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ৬’র কাজ কিন্তু চলমান। প্রযোজক জেরি ব্রুকহাইমার সম্প্রতি নিশ্চিত করেছেন যে, স্ক্রিপ্ট তৈরির কাজ চলছে এবং কিছু পুরনো মুখের প্রত্যাবর্তনের কথাও জানিয়েছেন।

ডেইলি এক্সপ্রেস ইউকে-এর ব্রিফ অনুসারে, ‘জনি ডেপের জ্যাক স্প্যারো পরবর্তী পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিনেমার স্ক্রিপ্টে একটি সহায়ক ভূমিকায় রয়েছেন। এটি কোনও পূর্ণাঙ্গ প্রত্যাবর্তন নয়, তবে এটি আরও গুরুত্বপূর্ণ কিছু স্থাপনের জন্য একটি ক্যামিও হতে পারে।’ তবে পরিস্থিতি যাই হোক, জনি কিন্তু হাত গুটিয়ে জ্যাক স্পেরোর অপেক্ষায় বসে নেই। সিনেমা এবং চিত্রকর্ম নিয়েই বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

১. লন্ডনে ‘মোদী’র প্রিমিয়ার

১৯৯৭ সালের ‘দ্য ব্রেভ’-এর পর জনি ডেপ সম্প্রতি লন্ডনে লাল গালিচায় হেঁটেছেন ‘মোদী: থ্রি ডেজ অন দ্য উইং অফ ম্যাডনেস’-এর জন্য। ৮ জুলাই প্রিমিয়ারটি অনুষ্ঠিত হয় দ্য কার্জন মেফেয়ারে, যেখানে ডেপ তার সিগনেচার স্কার্ফ-সানগ্লাস কম্বো পরে ইতালীয় চিত্রশিল্পী আমেদিও মোদিগ্লিয়ানির গল্পে মেতে উঠেছিলেন। প্রিমিয়ারের দুই দিন পর, ডেপকে লন্ডনের টেট মডার্ন গ্যালারিতে একাধিক অভিনেতা এবং কয়েকজন শিল্পজগতের প্রবীণ ব্যক্তির সঙ্গে দেখা গেছে।

২. এখনো তো শিল্পকর্ম থেকে লাখ লাখ টাকা আয় করছেন

জনি ডেপ কেবল পর্দায় চরিত্রগুলোই এঁকেছেন, এমন নয়। তিনি তার বাস্তব জগতের শিল্পকর্মও ফুটিয়ে তুলেছেন। ২০২২ সালের জুলাই মাসে, লন্ডনের ক্যাসেল ফাইন আর্টে তার প্রথম সংগ্রহ ‘ফ্রেন্ডস অ্যান্ড হিরোস’ প্রায় তাৎক্ষণিকভাবে বিক্রি হয়ে যায়। আল পাচিনো, বব ডিলান, এলিজাবেথ টেলর এবং কিথ রিচার্ডসের মতো কিংবদন্তিদের ডেপের পপ-আর্ট প্রতিকৃতি প্রায় ৩.৬ মিলিয়ন ডলার আয় করেছিল। ‘আমি সব সময় শিল্পকে আমার অনুভূতি প্রকাশ করার জন্য এবং আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতিফলিত করার জন্য ব্যবহার করেছি’- ক্যাসেল ফাইন আর্ট-এর সঙ্গে এক আড্ডায় ডেপ সেই সময় বলেছিলেন। তিনি আরও বলেন, ‘আমার চিত্রকর্মগুলো আমার জীবনকে ঘিরে, কিন্তু আমি সেগুলো নিজের মধ্যেই রেখেছি এবং নিজেকে সীমাবদ্ধ রেখেছি। কারোরই কখনো নিজেদের সীমাবদ্ধ রাখা উচিত নয়।’ ২০২৪ সালের অক্টোবরে, ডেপ নিউইয়র্কে ‘এ বাঞ্চ অব স্টাফ’ উন্মোচন করেন। এটি ছিল তার প্রথম একক শিল্পপ্রদর্শনী।

৩. কামব্যাক সিনেমা ‘ডে ড্রিঙ্কার’র শুটিং

চলতি বছরের এপ্রিলে, লায়ন্সগেট আনুষ্ঠানিকভাবে ডেপের হলিউডে প্রত্যাবর্তনের ঘোষণা দেয়, যখন মার্ক ওয়েব পরিচালিত একটি থ্রিলার ‘ডে ড্রিঙ্কার’র শুটিং শুরু হয়। এ সিনেমায় ডেপ একজন গোপন ইয়ট অতিথির ভূমিকায় অভিনয় করেন, যিনি অবৈধ বিশৃঙ্খলায় আটকা পড়েন। এপ্রিল মাসে, স্টুডিওটি সেটে ডেপের একটি প্রথম দেখা ছবি শেয়ার করেছিল। তাতে তার রুপালি দাড়ি, নীল রঙের কন্ট্রাক্ট এবং কালো এবং সাদা চুল দেখা গিয়েছিল। এটি জ্যাক স্প্যারোর লুক থেকে একেবারেই ভিন্ন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম