Logo
Logo
×

আনন্দ নগর

টুকরো খবর

আবেগ’র অপেক্ষায় জোভান-আইশা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশের নাট্যাঙ্গনের এ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী জোভান ও আইশা খান। তাদের অভিনীত একাধিক নাটক এরইমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। এ জুটিকে নিয়ে ‘আবেগ’ নামের একটি নাটক নির্মাণ করেছেন তুহিন হোসেন। নির্মাতা জানান, নাটকটি মূলত আমাদের জীবনে ঘটে যাওয়া সমসাময়িক ঘটনারই প্রতিচ্ছবি। ২৩ জুলাই নাটকটি এনটিভিতে প্রচারে হবে। এতে অভিনয় প্রসঙ্গে আইশা খান বলেন, ‘চেষ্টা করেছি কাজটি গুছিয়ে করার। তুহিন ভাই খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করি দর্শকদের ভালো লাগবে। জোভান চরিত্রটি এবং নাটকটি।’ উল্লেখ্য, এর আগে জোভান-আইশা জুটিকে ‘লাভ বাইট’, ‘থেমে যেতে নেই’, ‘অনামিকা’, ‘দুটি মন’, ‘লাস্ট উইস’, ‘সে প্রথম প্রেম আমার’ নাটকে অভিনয়ে দেখা গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম