ইয়াং মিলিয়নিয়রস-এর একটি পোস্টার।ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
* নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজ ‘ইয়াং মিলিয়নিয়রস’। ফ্রান্সের মার্সেই শহরের চার কিশোর-কিশোরীর গল্প নিয়ে তৈরি হয়েছে এ সিরিজ। এতে অভিনয় করেছেন আব্রাহাম ওয়াপলার, সারা গানসারস্কি, মালোউ খেবিজি প্রমুখ।
* বঙ্গ মুভিতে দেখা যাচ্ছে বাংলায় ডাবিংকৃত তামিল সিনেমা ‘লাভ স্টোরি’। এক নিচু বর্ণের খ্রিষ্টান জুম্বা ইনস্ট্রাকটর প্রেমে পড়ে উচ্চবর্ণের হিন্দু মেয়ের। কিন্তু তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় বৈষম্যমূলক বর্ণ প্রথা। এটি পরিচালনা করেছেন শেখর কামুল্লা। এতে অভিনয় করেছেন নাগা চৈতন্য, সাই পল্লবী প্রমুখ।
* জিও হটস্টারে মুক্তি পেয়েছে সিরিজ ‘কিউ কি সাস ভি কভি বহু থি-২’। মুম্বাইয়ের পটভূমিতে নির্মিত এ ধারাবাহিকটি ধনী গুজরাটি বিরানি পরিবারকে নিয়ে নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন একতা কাপুর। এতে অভিনয় করেছেন স্মৃতি ইরানি, অমর উপাধ্যায়, ড. মন্দিরা গুজরাল, দীনেশ ঠাকুর, সুধা শিবপুরী, শক্তি সিং, অপরা মেহতা, সুমিত সচদেব, অশ্লেশা সাওয়ান্ত, রিভা বুব্বার প্রমুখ।

