Logo
Logo
×

আনন্দ নগর

হ্যালো...

আমাদের দেশে অভিনয় প্রশিক্ষণের শূন্যতা রয়েছে

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। টিভি নাটক, ওটিটি কনটেন্ট ও সিনেমা-তিন মাধ্যমেই ব্যস্ততা রয়েছে তার। বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও তিনি বেশ জনপ্রিয়। মঞ্চনাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা এ অভিনেতা এখন ইন্ডাস্ট্রির একজন ব্যস্ত তারকা। আজ তার জন্মদিন। দিনটি নিয়ে তার কি পরিকল্পনা ও অন্যান্য বিষয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

Icon

রিয়েল তন্ময়

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমাদের দেশে অভিনয় প্রশিক্ষণের শূন্যতা রয়েছে

মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

* জন্মদিন নিয়ে আপনার পরিকল্পনা কী?

** দিনটি নিয়ে কখনো তেমন কিছু ভাবি না। বিশেষ আয়োজনও তাই করা হয় না। কাজ থাকলে কাজের মধ্যেই কেটে যায়, নয়তো পরিবারের সঙ্গেই কাটাই। এ ছাড়া ভক্তরা কিছু আয়োজন করার চেষ্টা করেন। অনেকেই দেখা করতে আসেন। উপহার দেন। কেউ কেউ মুঠোফোনে শুভেচ্ছা জানান। এটি ভালো লাগে। তবে জন্মদিনে কেক কাটা বা মোমবাতি জ্বালানোর যে আয়োজন এটি আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয়, চারপাশে আরও আলো ছড়িয়ে দেওয়া দরকার। আলোর অভাব রয়েছে। তবে এটি কোনো বিশেষ দিনে নয়, জীবনের প্রতিটি দিনেই মানুষকে ভালোবাসা প্রয়োজন ও দেশকে ভালোবাসা দরকার।

* ইদানীং আপনাকে আগের মতো কমেডি চরিত্রেই বেশি দেখা যায়। এর কারণ কী?

** এটি আসলে একান্তই আমার ইচ্ছায় হচ্ছে, এমনও নয়। কারণ আমি শিল্পী, নির্মাতা নই। একজন পরিচালক আমাকে যা করতে বলেন, যে চরিত্রে আমাকে ভাবেন আমি সেটিই করার চেষ্টা করি। তবে এটিও ঠিক, যে চরিত্র করি না কেন, তাতে যদি দর্শকের ভালো লাগে, তাদের মনে আনন্দ দিতে পারি, তাহলেই মনে করি আমি ঠিক কাজটিই করছি। তবে এটিও সত্য, অভিনয়ের মাধ্যমে দর্শকদের কিছু শেখানো দরকার। আমার সেই চেষ্টাও থাকে।

* প্রতিনিয়ত নতুন সব চরিত্র নিয়ে হাজির হচ্ছেন। চরিত্রগুলো নিজের ভেতর কীভাবে ধারণ করেন?

** আমার সব সময় চেষ্টা থাকে নতুন কিছু করার। তাই নতুন সব চরিত্র আমাকে টানে। এটাই তো আমার কাজ। তবে এখানে নির্মাতার ভূমিকা বেশি। পাশাপাশি গল্পকারের অবদানও রয়েছে। এটুকু বলতে পারি, আমি মন দিয়ে কাজটা করে যাই শুধু।

* অনেকে বলেন, এখন ভালো নাটক হচ্ছে না। আপনিও কি তাই মনে করেন?

** প্রত্যেকটি কাজই শিখে আসতে হয়। শেখা ছাড়া কিছুই হয় না বা সম্ভব নয়। আমাদের দেশে তো অভিনয়ের জন্য কোনো ইনস্টিটিউট নেই, যেটি খুবই দরকার। ব্যবসা, শিক্ষকতা, চিকিৎসাসহ সব সেক্টরেই যেমন শিখতে হয়, তাহলে অভিনয়ে কেন নয়? এগুলো যদি ঠিক করা যায়, তবেই ভালো শিল্পী তৈরি হবে, ভালো নাটক হবে। আমাদের দেশে অভিনয় প্রশিক্ষণ বা কর্মশালার শূন্যতা রয়েছে, এটি পূরণ করা দরকার।

* গল্পের ক্ষেত্রেও তো অনেক দুর্বলতা দেখা যায়...

** দুর্বলতা যেসব ক্ষেত্রে তা বলতে চাই না। আমি একটি বিষয়ই বলতে চাই, ভালো-মন্দ মিলিয়েই নাটক হচ্ছে। ভালো গল্প আছে, আরও গল্প দরকার। শুধু অভিনয়শিল্পী নয় একজন ট্রলিবয় থেকে শুরু করে সবার সম্মিলিতভাবে যত্নসহকারে কাজ করতে হবে। এর ফল অনেক ভালো হবে। 

* সিনেমায়ও আপনি নিয়মিত। এ মাধ্যমে কাজ করতে কোন বিষয়ে গুরুত্ব দেন?

** নাটক বা সিনেমা, দুজায়গায়ই আমি মনোযোগ দিয়ে অভিনয় করতে চাই। সিনেমায় অভিনয় করতে গেলে চরিত্র নিয়ে কাজ করার সময়টা বেশি পাওয়া যায়, এতে কাজে আত্মনিয়োগ করা যায় বেশি। তবে ভালো গল্প ও চরিত্রকে গুরুত্ব দিয়ে শুধু যত্ন নিয়ে অভিনয়টাই করি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম