Logo
Logo
×

আনন্দ নগর

সেসব ইস্যুতে বিতর্কে জড়ালেন ফারিণ দীঘি ও কেয়া

Icon

রিয়েল তন্ময়

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সেসব ইস্যুতে বিতর্কে জড়ালেন ফারিণ দীঘি ও কেয়া

শোবিজ অঙ্গনের তারকাদের নাম বিভিন্ন সময়ে আলোচনার পাশাপাশি সমালোচনা ও বিতর্কিত ইস্যুতেও উঠে আসে। কিছু কিছু সময় বিভিন্ন গুঞ্জনেও তা প্রকাশ পায়। তবে অধিকাংশ সময়ই তারকারা নিজেদের বিতর্কিত কর্মকাণ্ডেই সমালোচনা বা নেটিজেনদের কটাক্ষের শিকার হন। এ ছাড়া অনেকেই সোশ্যাল মাধ্যমে আলোচনায় থাকতেই উদ্ভট সব কাণ্ড করে বসেন, যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় মিডিয়াপাড়ায়। এটিকে অনেকেই স্ট্যান্টবাজি হিসাবেও ধরে নেন। তবে এতে করে ইমেজ সংকটেও পড়ছেন শিল্পীরা। নাটক, সিনেমা, গান-সব সেক্টরেই এমন বিতর্কিত তারকা রয়েছেন। তবে কেউ কেউ আবার অনিচ্ছাকৃত হয়ে উঠছেন সমালোচিত। পরে নিজের ভুল বুঝে দুঃখ প্রকাশও করেন ভক্ত-দর্শকদের কাছে। সম্প্রতি নাটক-সিনেমার তিন নায়িকার নাম নিয়ে বেশ চর্চা হচ্ছে। বিতর্কিত ইস্যুর সঙ্গে জড়িয়েছে তাদের নাম, আবার কেউবা তার কর্মকাণ্ডেই হয়েছেন সমালোচিত। তারা হচ্ছেন অভিনেত্রী কেয়া পায়েল, তাসনিয়া ফারিণ ও প্রার্থনা ফারদিন দীঘি।

নাটকের অভিনেত্রী কেয়া পায়েল। বর্তমানে নাটকে অভিনয় ও নিজের ব্যবসা প্রতিষ্ঠান (বিউটি পার্লার) নিয়েই তার ব্যস্ততা। এর বাইরে তাকে খুব বেশি কোনো কাজে দেখা যায় না। প্রেম-বিয়ে এসব বিষয়েও কখনো সংবাদের শিরোনামে আসেননি। ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি খুব সচেতন। তবে এবার তার নাম উঠে এসেছে প্রেমকাণ্ডে।

সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যা মামলায় গ্রেফতার হন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তার গ্রেফতারের পরই গুঞ্জন ছড়ায় আফ্রিদির সঙ্গে কেয়া পায়েলের প্রেমের সম্পর্ক ছিল। মূলত বিষয়টি গণমাধ্যমে বলেছেন আফ্রিদির এক সময়ের বন্ধু রাহী। তিনি বলেন, ‘আমি শুনেছি পায়েল আপুর সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল। আমি অনেক আগেই এটা শুনেছিলাম।’ রাহির এমন বক্তব্যের পরই বিষয়টি নিয়ে মিডিয়াপাড়ায় কানাঘুষা চলছে। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন কেয়া পায়েল। এ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। অবশ্য বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, এটা ভাগ্যের ওপর। কপালে যেদিন লেখা আছে সেদিন হবে। বর্তমানে তার পার্লার ও অভিনয় নিয়েই ভাবছেন তিনি।

এদিকে শোবিজের ‘ব্যাডবয়’ খ্যাত আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জনে অনেক আগে থেকেই নাম জড়িয়েছে প্রার্থনা ফারদিন দীঘির। এ অভিনেত্রীর সঙ্গে আফ্রিদির সখ্যও ছিল বেশ। বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখাও গেছে। দুজনের প্রেম চলছে বলে বহুবার গুঞ্জন উঠেছিল। তবে দুজনের সম্পর্ককে দীঘি সব সময় ‘বন্ধুত্ব’ বলে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। অভিনেত্রী বলেছিলেন, ‘আমরা শুধুই ভালো বন্ধু। এর বাইরে কিছুই না।’

এদিকে সম্প্রতি এ ইস্যুটি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ফের প্রেম নিয়ে আলোচনায় দীঘি। তবে এ বিষয়ে এবার কোনো কথা বলেননি দীঘি। একেবারেই নীরব। দীঘিকে সর্বশেষ দেখা গেছে ‘জংলি’ নামে একটি সিনেমায়। নতুন কোনো সিনেমা বা ওটিটি কনটেন্টে কাজ করছেন কিনা এ বিষয়ে নতুন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। এ ছাড়া এ অভিনেত্রী নায়িকা হিসাবে আÍপ্রকাশ করার পর একটি সিনেমাও আলোচনায় আসেনি। সবই ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে। এ নিয়েও বেশ সমালোচিত হচ্ছেন এ অভিনেত্রী।

অন্যদিকে নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ নাম লিখিয়েছেন সিনেমায়। গত বছর ‘ফাতিমা’ নামে একটি সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়। চলতি বছর কুরবানির ঈদে মুক্তি পায় তার অভিনীত প্রথম বাণিজ্যিক সিনেমা ‘ইনসাফ’। যদিও সিনেমা দুটি দিয়ে নিজেকে এখনো নায়িকা হিসাবে মেলে ধরতে পারেননি এ অভিনেত্রী। এবার তিনিও পোশাককাণ্ডে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি চট্টগ্রামের ফয়’স লেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। সেখানে তিনি গান গেয়ে মঞ্চ মাতান। তবে অনুষ্ঠান শেষে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার কিছু ছবি ও ভিডিও কেন্দ্র করে ফারিণের পোশাক নিয়ে সমালোচনায় সরব হন অনেকেই। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ও সাবিলা নূর। এ দুজনের প্রশংসা করলেও ফারিণের পোশাক নিয়ে অনেকেই আপত্তি তুলেছেন। সোশ্যাল মিডিয়া নেটিজেনদের দাবি, ‘ছোট ছোট শিক্ষার্থীর অনুষ্ঠানে কী পোশাক পরে যাবে, তারও কোনো সেন্স নেই এ অভিনেত্রীর! তটিনী আর সাবিলা সুন্দর ড্রেস পরে এসেছে, কিন্তু ফারিণের পোশাক ছিল বেমানান।’ নেটিজেনরা মন্তব্যের ঘরে লিখছেন, ‘সামান্য ড্রেসিং সেন্সও নেই এদের।’ তবে বিষয়টি নিয়ে কোনো ধরনের মন্তব্য বা দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি ফারিণকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম