Logo
Logo
×

আনন্দ নগর

‘জি লে জারা’ থেকে বাদ তিন নায়িকা!

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘জি লে জারা’ থেকে বাদ তিন নায়িকা!

দীর্ঘদিন ধরেই বলিউডে চাউর আছে, বলিউডের জনপ্রিয় তিন নায়িকা আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে একটি সিনেমা বানাবেন ফারহান আক্তার। নাম ‘জি লে জারা’। দীর্ঘ চার বছর আগে এই ঘোষণা দিয়েছিলেন ফারহান। যদি প্রজেক্টটি সময়মতো শুরু হতো তাহলে এতে প্রথমবার একসঙ্গে দেখা যেত রনবীর কাপুরের সাবেক প্রেমিকা ক্যাটরিনা ও স্ত্রী আলিয়া ভাটকে। অন্যদিকে দীর্ঘদিন বলিউডের কোনো সিনেমায় দেখা যাচ্ছে না প্রিয়াঙ্কাকে। এ সিনেমার মাধ্যমে তারও বলিউডে ‘কামব্যাক’ হতো। কিন্তু ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শেষ পর্যন্ত সম্ভবত সিনেমাটি হচ্ছে না। ২০২১ সালে যখন এ সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল, তখন কাজে বাঁধ সেধেছিল করোনাভাইরাস। এরপর বাঁধ সাধে তিন নায়িকার শিডিউল। একসঙ্গে ডেট মিলানো যাচ্ছিল না কোনোভাবেই। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ফারহান সিনেমাটির কাজ শুরু করতে পারেননি।

সম্প্রতি ভারতীয় একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে অবশ্য প্রজেক্টটি বাতিল হয়েছে, এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ফারহান। তিনি বলেন, ‘আমি একথা বলব না যে, এ প্রজেক্টটি বন্ধ হয়ে গেছে। এটা ঠিক, এ মুহূর্তে এটি একটু পিছনের সারিতে রয়েছে। সিনেমাটি আমি বানাব, এটা সত্যি। কিছু প্রতিবন্ধকতা আছে। তবে কবে বানাব সেটা এখনই বলতে পারছি না। সিনেমার স্ক্রিপ্ট কিন্তু রেডি।’ সিনেমাটি বানালেও এতে আলিয়া, ক্যাটরিনা ও প্রিয়াঙ্কার না থাকার ইঙ্গিতও দিয়েছেন ফারহান। তিনি বলেছেন, ‘আমি সিনেমার জন্য সব লোকেশন স্কাউট, মিউজিক রেকর্ডিং শেষ করেছি। সুতরাং এটি কেবল সময়ের অপেক্ষা যে, শুটিং শুরু করব। কারা সিনেমায় থাকছেন অর্থাৎ, কাস্ট সম্পর্কে এখন কোনো মন্তব্য করতে পারি না। কারণ, অতীতে যেটা ঘটেছে সেটার পুনরাবৃত্তি চাই না। তাই এখনই বলতে পারছি না কারা এ সিনেমার অংশ হবে। কিন্তু সিনেমা হবে।’

২০২৪ সালে এক সাক্ষাৎকারে আলিয়া ভাটও সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। সঙ্গে এটিও জানিয়েছেন, শিডিউল সমস্যার কারণে সবাইকে পাচ্ছেন না ফারহান। আলিয়া বলেন, ‘সবার (তিন নায়িকা) একসঙ্গে তারিখ পাওয়া খুব কঠিন, কিন্তু মাথায় এটাও আছে যে, সিনেমাটিতে কাজ করতে হবে।’ আলিয়া কথা বললেও, এটি নিয়ে ক্যাটরিনা বা প্রিয়াঙ্কা কোনো মন্তব্য করেননি মিডিয়ায়। মূলত, নিজের পরিচালিত প্রথম সিনেমা ‘দিল চাহতা হ্যায়’র ২০ বছর পূর্তিতে তিন নায়িকাকে নিয়ে ‘জি লে জারা’ বানানোর ঘোষণা দিয়েছিলেন ফারহান। এ সিনেমা দিয়েই তিনি পরিচালনায় ফিরতে চেয়েছিলেন। কিন্তু সিনেমাটির কাজ শুরু করতে না পেরে ২০২৩ সালে তিনি রণবীর সিংকে নিয়ে ‘ডন-৩’ নির্মাণের ঘোষণা দেন। এদিকে ফারহান ‘১২০ বাহাদুর’ নামে একটি সিনেমা দিয়ে অভিনয়ে ফিরেছেন। সিনেমাটি ২১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। রেজাং লা (১৯৬২)-এর যুদ্ধের সত্য ঘটনা নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম