Logo
Logo
×

আনন্দ নগর

নতুন বিজ্ঞাপনে মিম

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন বিজ্ঞাপনে মিম

ফাইল ছবি

ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। সর্বশেষ তাকে ‘দামাল’ নামে একটি সিনেমায় দেখা গেছে। এরপর সিনেমায় দেখা না গেলেও তার ব্যস্ততা রয়েছে বিজ্ঞাপন ও ফটোশুট নিয়ে। এরই মধ্যে শুরু করেছেন নতুন আরও একটি বিজ্ঞাপনের কাজ। এতে তার সঙ্গে রয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান। আগেও এ গায়কের সঙ্গে কাজ করেছেন তিনি। তিন বছর পর তারা জুটি হয়ে আবারও ফিরছেন।বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আশিকুর মাহবুব।

মিম বলেন, ‘বিজ্ঞাপনটির কনসেপ্ট খুব সুন্দর। এর মধ্য দিয়ে তাহসান ভাই ও আমাকে দর্শক দীর্ঘদিন পর এক ফ্রেমে দেখে আনন্দ পাবেন বলেই আমি মনে করি। চলতি মাসেই এটি প্রচারে আসবে।’

এদিকে মিম ছুটি পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। বর্তমানে তিনি রয়েছেন থাইল্যান্ডে। সঙ্গে তার স্বামী সনি পোদ্দার। ঈদের ছুটিতে এ অভিনেত্রী গিয়েছিলেন শ্রীলঙ্কা। ঘুরে বেড়িয়েছেন সেখানকার সমুদ্রসৈকত, পাহাড় থেকে জঙ্গলে।

এদিকে পর্দায় মিমকে সর্বশেষ দেখা গেছে ওটিটি কনটেন্ট ‘মিশন হান্টডাউন’-এ। সিনেমায় দেখা না গেলেও বছরখানেক আগে কাজ করেছেন ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি প্রজেক্টে। এতে তিনি লেখক সাংবাদিক শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সিনেমায় অনিয়মিত কেন, জানতে চাইলে মিম বলেন, ‘পরান হিট হওয়ার পর অনেক প্রস্তাব এলেও, ব্যাটে-বলে না মেলায় আর কাজ করা হয়নি। কিছু প্রস্তাব পেয়েছি, কিন্তু সেগুলো করার মতো অবস্থা ছিল না। তবে শিগ্গির নতুন কাজ শুরু করব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম