Logo
Logo
×

বৈশাখ সংখ্যা

ধানকাটা

Icon

কামরুল আলম সিদ্দিকী

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এসেছে জোয়ার পানি জোয়াইনশার ঘাটে।

ও মোর কামলা-

কাটতে আসোনি ধান আজ পাকা মাঠে!

বৈশাখে এসেছে বান,

কেটে নাও আমারই কাঁচি দিয়ে

তোমারই প্লাবনের বিনাশ ক্ষেতখান।

ও ভোলা হয়তো তুলেমূলে কালই নিয়ে যাবে

ভাসিয়ে হাওড় উজানের কালগোলা।

কতো নদী খেতে এলো হাওইরা পাকা ধান;

তুমি নদী চিনোনি আদত খাঁটি দেশি জাত-

কোনটা পানপেঁয়াজ, কোনটা সোনার পাইজাম।

এসেছে বৈশাখ,

তাই বলি-

দেরি হলে কালপানি কেড়ে নেবে ধানসোনা!

পানিতে খাওয়ার আগে

আমারই কাঁচি দিয়ে ভরে নাও নিজ টোনা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম