বৈশাখ আমার সংসার চলে না
তুমি পান্তা ইলিশ খাও,
তোমার সাহস তো কম নয়
আমার পাওনাটুকু দাও।
বৈশাখ আমি চাই না
বাকির খাতায় কিছু থাক,
যার যেটুকু ব্যবসা আছে
প্রাপ্যটা সে পাক।
বৈশাখ তুমি কি ভেবেছো
চৈত্রসংক্রান্তিতে-
তার বাড়িতে যাইনি বলে
সে এসেছে নিতে?
মোটেও তা নয়
আসল কথা হলো,
আমার আঠারো হলেও
সে এখনো ষোলো!
বৈশাখ তোমার মাথার দিব্যি
উড়িয়ে পথের ধুলো,
তার বাড়িতে পৌঁছে দিও
আমার না-লেখা পদ্যগুলো!
বৈশাখ তোমার সংগতি নেই
যখন তখন আসতে পারো না
আসছে বৈশাখে তুমি এলে
তাকে আর দেখতে পাবে না!