Logo
Logo
×

এশিয়া কাপ

এলিটা গোল পাননি মুক্তিযোদ্ধাও জয় পায়নি

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অনেক আশা নিয়ে এলিটা কিংসলি’কে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। তার খেলা দেখতে উল্লেখযোগ্য সংখ্যক দর্শকও এসেছিলেন এমএ আজিজ স্টেডিয়ামে। কিন্তু তিনি হতাশ করেছেন তাদের। কোনো গোল করতে পারেননি তিনি। মাঠে নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশিকে খুঁজেই পাওয়া যায়নি। সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে রোববার নিজেদের প্রথম ম্যাচে শতদল ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে সন্তুষ্ট থাকতে হলো মুক্তিযোদ্ধাকে। তবে এলিটার ওপর আস্থা রাখতে চায় মুক্তিযোদ্ধা। দলটির ফুটবল সম্পাদক মো. মনির উদ্দিন জানান, এলিটা বড় তারকা। তার উপস্থিতি নিঃসন্দেহে আমাদের শক্তি বাড়াবে। অনুশীলন ছাড়াই তিনি খেলতে নেমেছিলেন। তাই প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স হয়নি। আশা করছি, দু-চারদিন অনুশীলনের পর দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেন। ভালো খেলবেন সামনের ম্যাচগুলো। আজ মুখোমুখি হবে মোহামেডান ব্লুজ ও কোয়ালিটি স্পোর্টস।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম