Logo
Logo
×

এশিয়া কাপ

দক্ষিণ আফ্রিকা ৩, অস্ট্রেলিয়া ২

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুইন্টন ডি কক ঘরের মাঠে নিজের ওয়ানডে ক্যারিয়ার শেষ করলেন জয় দিয়ে। রোববার জোহানেসবার্গে পঞ্চম ও শেষ ওডিআইতে দক্ষিণ আফ্রিকা (৩১৫/৯) অস্ট্রেলিয়াকে (১৯৩) হারিয়েছে ১২২ রানের বিশাল ব্যবধানে। পাঁচ ম্যাচের সিরিজ প্রোটিয়ারা জিতে নিল ৩-২ এ। অসি ওপেনার ও অধিনায়ক মিচেল মার্শের ফিফটি (৫৬ বলে ৭১) বিফলে যায়। মার্নাস লাবুশেন ৪৪ রান করেন। পাঁচ উইকেট নেন ম্যান অব দ্য ম্যাচ মার্কো জানসেন। ২৩ বলে ৪৭ রান করেন তিনি। চার উইকেট নেন কেশব মহারাজ। ম্যান অব দ্য সিরিজ আইডেন মার্করাম সাত রানের জন্য সেঞ্চুরি মিস্ করেন। ৬৩ রান আসে ডেভিড মিলারের ব্যাট থেকে। ১৯ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন আন্দিলে ফেলকওয়ায়ো। অ্যাডাম জাম্পা ও শন অ্যাবট যথাক্রমে তিনটি ও দুটি উইকেট নেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম