Logo
Logo
×

অটোটেক

পরামর্শ

ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে...

Icon

জাকির হোসেন সরকার

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অনেক সময় ব্যস্ততার কারণে আমরা খেয়ালই করি না, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কবে শেষ হচ্ছে। আর ঠিক এ ভুলটাই রাস্তায় বের হলে বড় ঝামেলার কারণ হতে পারে। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে গাড়ি চালানো আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, যার ফলে বড় অঙ্কের জরিমানা থেকে শুরু করে আইনি ঝামেলাও পোহাতে হতে পারে। তাই ঝামেলা এড়াতে সবচেয়ে ভালো উপায় হলো, সময় থাকতেই লাইসেন্স নবায়ন করা।

অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন

অপেশাদার লাইসেন্সধারীদের জন্য নবায়ন প্রক্রিয়া এখন অনেক সহজ। মেয়াদ শেষ হলে প্রথম কাজ হলো অনলাইনে ফি জমা দেওয়া। বর্তমানে নবায়নের জন্য নির্ধারিত ফি ৪১৫২ টাকা, যা সরাসরি বিআরটিএর ওয়েবসাইট থেকেই পরিশোধ করা যায়। তবে খেয়াল রাখতে হবে, মেয়াদোত্তীর্ণ হওয়ার ১৫ দিন পর থেকে প্রতি বছরের জন্য ৫১৮ টাকা অতিরিক্ত জরিমানা যোগ হবে। ফি জমা দেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ বিআরটিএ সার্কেল অফিসে আবেদন জমা দিলেই প্রক্রিয়া সম্পন্ন হবে। এখন আর ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় না, ফলে সময়ও বাঁচে।

পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন

পেশাদার লাইসেন্সধারীদের ক্ষেত্রে প্রক্রিয়াটি কিছুটা ভিন্ন। নবায়নের আগে তাদের আবারও একটি ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ১৫ দিনের মধ্যে নবায়ন ফি ২৪২৭ টাকা, আর ১৫ দিনের পরে প্রতি বছর ৫১৮ টাকা জরিমানাসহ জমা দিতে হয়। আবেদন জমা দেওয়ার পর বায়োমেট্রিকস (ছবি, স্বাক্ষর, আঙুলের ছাপ) দিতে সার্কেল অফিসে উপস্থিত হতে হয়। সব প্রক্রিয়া শেষে স্মার্ট কার্ড প্রস্তুত হলে গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

যে কাগজপত্রগুলো লাগবে-

* নির্ধারিত ফরমে আবেদন

* রেজিস্টার্ড চিকিৎসকের মেডিকেল সার্টিফিকেট * ন্যাশনাল আইডির সত্যায়িত কপি

* শিক্ষাগত যোগ্যতার সনদ * ফি জমাদানের রশিদ * ১ কপি পাসপোর্ট ও ১ কপি স্ট্যাম্প সাইজ ছবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম