Logo
Logo
×

অটোটেক

কাওয়াসাকির নতুন পাওয়ারবিস্ট

Icon

অটোটেক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাওয়াসাকি এসেছে জেড সিরিজের সবচেয়ে শক্তিশালী সুপারনেকেড বাইক জেড১১০০ এবং জেড১১০০ এসই। ১১০০ সিসির এ মেশিন দুটিতে রয়েছে ব্র্যান্ডের আইকনিক সুগোমি ডিজাইন, যা পূর্ণ ডার্ক থিমে আরও আগ্রাসী লুক পায়। নতুন স্কাল্পটেড ফুয়েল ট্যাঙ্ক, এলইডি হেডলাইট ও স্পোর্টি টেল সেকশন মিলিয়ে বাইকটির রোড উপস্থিতি একেবারেই আলাদা। শক্তির কেন্দ্রে রয়েছে ১০৯৯ সিসি ইনলাইন-৪, লিকুইড-কুলড ইঞ্জিন, যা ১৩৬ পিএস পাওয়ার এবং ১১৩ এনএম টর্ক তৈরি করে। দ্রুত ও মসৃণ অ্যাক্সিলারেশনের জন্য ইঞ্জিনটি বিশেষভাবে টিউন করা হয়েছে। ৬-স্পিড গিয়ারবক্স ও কাওয়াসাকি কুইক শিফটার মিলিয়ে গিয়ার পরিবর্তন আরও দ্রুত ও ক্লাচবিহীন-যা শহর ও হাইওয়ে দুই রাইডেই বাড়ায় গতিময়তা। দীর্ঘ যাত্রায় আরাম যোগ করে ইলেকট্রনিক ক্রুজ কন্ট্রোল। টেক ফিচারের দিকেও কাওয়াসাকি রেখেছে বড় চমক। ৫ ইঞ্চির পূর্ণ ডিজিটাল টিএফটি ডিসপ্লে ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনে যুক্ত হয়। রাইডোলজি অ্যাপ ব্যবহারে নেভিগেশন, কল অ্যালার্ট ও নোটিফিকেশন দেখার সুবিধা পাওয়া যায়, যা রাইডিং অভিজ্ঞতাকে করে আরও স্মার্ট ও কানেক্টেড। সামগ্রিকভাবে, জেড১১০০ এবং জেড১১০০ এসই প্রিমিয়াম নেকেড বাইক সেগমেন্টে নতুন মানদণ্ড তৈরি করতে চলেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম