গ্যারেজে নিরাপদ নয় চাবিবীহিন গাড়ি
অটোটেক ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাজ্যে কিলেস বা চাবিবিহীন গাড়ি চুরি এখন নতুন আতঙ্ক। অনলাইনে সহজেই মিলছে এমন ইলেকট্রনিক ডিভাইস, যার দাম ২০ হাজার পাউন্ড পর্যন্ত। ভয়ংকর বিষয় হলো, গাড়ির দরজায় কোনো ভাঙচুর ছাড়াই কয়েক মিনিটের মধ্যে পুরো গাড়িটি উধাও করে ফেলছে চোরেরা। বিবিসির সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে এ বিস্ময়কর চুরির কৌশল। এসব ডিভাইস বাড়ির ভেতরে থাকা চাবির সিগন্যাল ধরে তা গাড়ির কাছে পাঠিয়ে দেয়। ফলে দরজা খুলে যায়, ইঞ্জিনও চালু হয়ে যায় মুহূর্তেই। নতুন আইন করার প্রস্তুতি চলছে ঠিকই, কিন্তু নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে শুধু আইন দিয়ে এ সংগঠিত চক্রকে থামানো সহজ নয়। কারণ ডিভাইসগুলো এখন অপরাধী নেটওয়ার্কে ভাড়া দিয়েও ব্যবহার করা হচ্ছে। গত এক বছরে যুক্তরাজ্যে এক লাখের বেশি গাড়ি চুরি হয়েছে। বিমা কোম্পানিগুলোর তথ্য বলছে, চুরি হওয়া গাড়ির ৬০ থেকে ৭০ ভাগই কিলেস মডেলের। কিছু উন্নত ডিভাইস তো গাড়ির জিপিএস ট্র্যাকারও অকার্যকর করে দেয়, যার ফলে গাড়ি কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা শনাক্ত করাই যায় না।
ওলভারহ্যাম্পটনের অ্যাবি ব্রুকসুমরিস নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ঘুমের মধ্যে তার গাড়ি চুরি হয়ে যায়। দরজার ক্যামেরায় দেখা যায়, কয়েকজন লোক বাড়ির ভেতরের চাবির সিগন্যাল কপি করছে। পরে গাড়ি উদ্ধার হলেও ইলেকট্রনিক সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় সেটি আর ব্যবহারযোগ্য নয়।
বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে ১০টি গাড়ি চুরি করলেই ডিভাইস কেনার পুরো টাকা উঠে আসে। তাই কিলেস প্রযুক্তির এ দুর্বলতা এখন যুক্তরাজ্যের গাড়ি নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
