Logo
Logo
×

অটোটেক

তারকার গাড়ি বিলাস

স্টিয়ারিংয়ে কেটি পেরি পপ ডিভার ঝলমলে সংগ্রহ

Icon

ইসরাত জাহান

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বসংগীতের জনপ্রিয় মুখ কেটি পেরি। গানের মতোই তার জীবনধারাও রঙিন, দীপ্তিময়। আর সেই ঝলক সবচেয়ে বেশি বোঝা যায় তার গাড়ি সংগ্রহে। স্পোর্টস কার থেকে শুরু করে পুরোনো দিনের ভিনটেজ, আবার আধুনিক বৈদ্যুতিক গাড়ি পর্যন্ত। বৈচিত্র্য, স্টাইল আর ব্যক্তিগত পছন্দে সাজানো তার ‘গ্যারেজ’ যেন তার ক্যারিয়ারের মতোই বহুরূপী।

মাত্রা-গতি-গ্ল্যামার

কেটির সংগ্রহে সবচেয়ে নজরকাড়া গাড়িগুলোর একটি হলো মাসেরাটির এই কনভার্টিবল স্পোর্টস কার। খোলা ছাদ, শক্তিশালী ইঞ্জিন আর বিলাসিতা। সব মিলিয়ে এটি একেবারে সিনেমায় দেখা যায় এমন গাড়ি। এ ছাড়ও তার সংগ্রহে রয়েছে দ্রুতগতি আর নিখুঁত প্রকৌশলের প্রতীক ফেরারি ৫৯৯ জিটিবি ফিওরানো। যার শক্তিশালী বারো সিলিন্ডারের ইঞ্জিন যে কোনো চালকের কাছেই স্বপ্নের মতো।

ইলেকট্রিক যুগে কেটি

আধুনিক প্রযুক্তির প্রতি কেটির আকর্ষণ নতুন নয়। তিনি নিয়মিত চলাফেরার জন্য ব্যবহার করেন টেসলা মডেল এস। দীর্ঘ দূরত্ব, নীরব গতি আর স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণের কারণে এটি তার অন্যতম পছন্দ। এ ছাড়াও সম্প্রতি তার সংগ্রহে যুক্ত হয়েছে ভবিষ্যৎ ধাঁচের বৈদ্যুতিক পিকআপ, সাইবারট্রাক।

পুরোনো দিনের নান্দনিকতা

কেটির সংগ্রহে শুধু আধুনিকতা নয়; রয়েছে ইতিহাসের ছোঁয়াও। ১৯৫৭ সালের এই ভিনটেজ মার্সেডিজ এখন সংগ্রহকারীদের কাছে অমূল্য। গোলাকার নকশা, নরম চামড়ার আসন আর পুরোনো দিনের শৈলী। সব মিলিয়ে গাড়িটি কেটির রুচি এবং নস্টালজিয়ার প্রতি টানকে প্রকাশ করে।

দৈনন্দিন জীবনের সহজ সঙ্গী

বিলাসবহুল গাড়ির পাশাপাশি কেটি পেরি ব্যবহার করেন ছোট ও ব্যবহারিক মডেলও। শহরের ভিড় সামলাতে স্মার্ট ফর টু তার ভরসা, আর নিত্যদিনের চলাফেরায় সঙ্গী মিনি কুপার এস। এটি প্রমাণ করে, বিলাসিতার পাশাপাশি প্রয়োজনমাফিক সরলতাকেও তিনি সমান গুরুত্ব দেন।

গাড়ি নয়, নিজের প্রকাশ

কেটি পেরির গাড়ি সংগ্রহ তার ব্যক্তিত্বেরই রঙিন প্রতিচ্ছবি। কখনো দ্রুতগতির ফেরারি, কখনো আধুনিক বৈদ্যুতিক টেসলা, আবার কখনো ভিনটেজ মার্সেডিজ। প্রতিটি মডেল তার চরিত্রের আলাদা দিক তুলে ধরে। শক্তি, সৌন্দর্য, পরিবেশ-সচেতনতা ও ক্লাসিক নান্দনিকতার মিশেলে তার সংগ্রহ হয়ে উঠেছে একেবারে আতশবাজির মতো বৈচিত্র্যময় ও চমকপ্রদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম