Logo
Logo
×

অটোটেক

তারকার গাড়ি বিলাস

আতিফ আসলামের স্টাইল ও আরামের নিখুঁত মিশ্রণ

Icon

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সুরের জাদুকর আতিফ আসলাম শুধু গানের জগতে নয়, গাড়ি সংগ্রহ দিয়েও তার বিলাসী স্বাদের পরিচয় দেন। তার গ্যারেজ যেন এক স্বপ্নময় গাড়ির জগৎ, যেখানে আছে বিশ্বের খ্যাতনামা বিলাসবহুল ব্র্যান্ডের সেরা গাড়ি। এর মধ্যে রোলস রোয়েস ঘোস্ট যেন বিলাসিতার প্রতীক। এ গাড়িতে ঢুকলেই শহরের কোলাহলও যেন থেমে যায়।

আর বিএমডব্লিউ ৭-সিরিজ তাকে দেয় অভিজাত আরামের অভিজ্ঞতা, যা দীর্ঘ যাত্রাকে করে সম্পূর্ণ স্টাইলিশ। মার্সিডিজ বেনজ জিএলএস ৩৫০ ডি তার এসইউভি প্রেমের নিদর্শন-শক্তিশালী, আরামদায়ক এবং যে কোনো পথে রাজত্ব করার যোগ্য। মার্সিডিজ এস৪৫০ শহরের রাস্তায় বিলাসিতা ও পারফরম্যান্সের এক অনন্য সমন্বয়।

স্টাইল ও আকর্ষণের সংমিশ্রণ হিসেবে জাগুয়ার এক্সএফ একটি চকচকে সেডান, যা শহর ও হাইওয়ে দুক্ষেত্রেই নজর কাড়ে। কিন্তু আতিফ শুধু বিলাসিতায় সীমাবদ্ধ নন-তার মাহিন্দ্রা থার দেখায় অ্যাডভেঞ্চারের রূপ, যেখানে অফ-রোড যাত্রা হয়ে ওঠে উত্তেজনার অংশ। প্রতিটি গাড়ি শুধু যানবাহন নয়, বরং তার ব্যক্তিত্বের একটি বহিরাঙ্গন প্রতিফলন। বিলাসিতা, আরাম, স্টাইল এবং অ্যাডভেঞ্চারের নিখুঁত মিশ্রণ-এভাবেই আতিফ আসলামের গাড়ি সংগ্রহ ভক্তদের মন কাড়ে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম