Logo
Logo
×

অটোটেক

লাভের ছোঁয়ায় প্রশ্নবিদ্ধ টেসলা

Icon

অটোটেক ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার বোর্ডরুম যেন এক অনন্য সম্পদ তৈরির কারখানা। সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, শেয়ার পুরস্কার ও স্টক অপশন থেকে টেসলার বোর্ড সদস্যরা মোট প্রায় ৩০০ কোটি ডলার আয় করেছেন যা যুক্তরাষ্ট্রের অন্য শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর পরিচালকদের আয়ের তুলনায় কয়েক গুণ বেশি। এ বিপুল সম্পদের মূল চাবিকাঠি টেসলার শেয়ারের দীর্ঘমেয়াদি মূল্যবৃদ্ধি। বোর্ড সদস্যরা কম দামে পাওয়া শেয়ার ও অপশন পরে উচ্চ দামে বিক্রি করে লাভবান হয়েছেন। ইলন মাস্কের ভাই কিম্বল মাস্ক একাই প্রায় ১০০ কোটি ডলার আয় করেছেন। অন্য পরিচালক আইরা এহরেনপ্রেইস ও বোর্ড চেয়ারম্যান রবিন ডেনহোলমের আয়ও শতকোটি ডলারের ঘরে। বিশেষজ্ঞদের মতে, টেসলার বোর্ড সদস্যদের জন্য দেওয়া অতিরিক্ত শেয়ার ও অপশন পুরস্কার করপোরেট গভর্ন্যান্সের স্বাভাবিক সীমা ছাড়িয়ে গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম