Logo
Logo
×

অটোটেক

তারকার গাড়ি বিলাস

নয়টি ব্যয়বহুল গাড়ির মালিক আমির খান

Icon

সেলিম কামাল

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গত বছর আমির খানের লাল সিং চাড্ডা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তাই বলে মিস্টার পারফেকশনিস্টের জ্বলজ্বলে ক্যারিয়ারের গায়ে কোনো দাগ পড়েনি। কারণ তিনি এত এত ব্যবসাসফল ছবি বলিউড দর্শকদের উপহার দিয়েছেন-সেগুলোর প্রশংসা হচ্ছে আজও। কেয়ামত সে কেয়ামত তাক, দিল, দিল হ্যায় কে মানতা নেহি, রাজা হিন্দুস্তানি, ইশ্ক, গুলাম, সারফারোশ, লগান, থ্রি ইডিয়টস-এর মতো ছবিগুলো এখনো জ্বলজ্বল করছে দর্শকের হৃদয়ে।

অভিনয় ক্যারিয়ার রঙিন করার পাশাপাশি নিজের পারিবারিক জগতকেও রাঙিয়েছেন আমির খান। বিশেষ করে তার ব্যক্তিগত পছন্দ আর রুচির প্রাধান্য দিতে গিয়ে একে একে বগলদাবা করেছেন নয়টি বিলাসবহুল গাড়ি। যদিও এসব নিয়ে আলোচনায় কখনো থাকতে চাননি আমির। বরাবরই ব্যক্তিগত কিংবা পারিবারিক বিষয়গুলোকে মিডিয়া থেকে দূরে রেখেছেন। কিন্তু রোল্স রয়েস আর মার্সিডিজ বেঞ্জের মতো গাড়ি নিয়ে যখন তিনি রাস্তায় বের হন-তখন তার এসব নিয়ে রুচির প্রসঙ্গটা এসেই যায়।

বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় চূড়ান্ত-বিলাসী ব্যয়বহুল গাড়িগুলোর একটি হচ্ছে রোল্স রয়েস ঘোস্ট। এর বর্তমান আনুমানিক মূল্য ৫ থেকে ৭ কোটি রুপি। আমির খান ছাড়াও বিলাসবহুল এ গাড়ির মালিক ঋত্বিক রোশন ও সঞ্জয় দত্ত। আমির খানের গ্যারেজে রয়েছে একটি মার্সিডিজ বেঞ্জ এস-৬০০। কারবাইকইন্ডিয়া ডটকমের তথ্য অনুযায়ী এর বর্তমান মূল্য সাড়ে ১০ কোটি রুপি। ধনকুবের মুকেশ আম্বানি, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং-ও এ ব্র্যান্ডের গাড়ির মালিক।

রেঞ্জ রোভার ভোগ হচ্ছে বলিউডের তারকাদের অন্যতম প্রিয় গাড়ি। তারকাদের দীর্ঘ সে তালিকার একজন আমির খানও। এর বর্তমান মূল্য প্রায় আড়াই কোটি রুপি। তবে বলিউড তারকাদের কাছে প্রিয় আরেকটি গাড়ির নাম বেন্টলি কন্টিনেন্টাল ফ্লাইং স্পার। শাহরুখ খান, অক্ষয় কুমারের পাশাপাশি আমিরও অভিজাত এ গাড়িটির মালিক। এর মূল্য সোয়া তিন থেকে সাড়ে তিন কোটি রুপি।

আরেকটি সুপারকার আমির খানের বিশাল গ্যারেজে বিশেষ স্থান দখল করে আছে। আর তা হলো বিএমডব্লিউ ৬-সিরিজ। মাত্র ৬৫ লাখ রুপিতে কিনলেও গাড়িটি আরামদায়কের তালিকায় রেখেছেন মিস্টার খান। আর টয়োটা ইনোভার ব্র্যান্ড অ্যাম্বেসডর তো তিনিই। ১৭ থেকে ২৪ লাখ রুপি মূল্যের এ গাড়িতেও প্রায় ঘুরতে দেখা যায় তাকে। তাছাড়া তার গ্যারেজে আরও রয়েছে প্রায় কোটি রুপি মূল্যের টয়োটা ভেলফায়ার এবং ৩২ থেকে ৫০ লাখ রুপি মূল্যের টয়োটা ফরচুনারও। আরও আছে ১৫ থেকে ২০ লাখ রুপি মূল্যের একটি মাহিন্দ্রা এক্সইউভি ৫০০।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম