Logo
Logo
×

অটোটেক

সেডান ও হ্যাচব্যাক গাড়ির পার্থক্য জানুন

Icon

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বর্তমানে রাস্তায় বিভিন্ন ধরনের চার চাকার গাড়ি দেখা যায়। গাড়িগুলো দেখতে প্রায় একই রকম মনে হলেও প্রকৃতপক্ষে সেগুলোর ধরন ভিন্ন। এর মধ্যে জনপ্রিয় দুটি ধরন সেডান ও হ্যাচব্যাক। মূলত এদের মধ্যে গাড়ির দরজা, ইঞ্জিন, বুট স্পেস ইত্যাদির ভিন্নতা রয়েছে। গাড়ি এ বিশেষ দুটি ধরনের মধ্যে প্রার্থক্য নিয়ে আজকের আয়োজন।

সেডান

বাংলাদেশে গাড়ির সবচেয়ে জনপ্রিয় ধরন সেডান। এ ধরনের গাড়িতে চারটি দরজা থাকে, ইঞ্জিন সামনে থাকে এবং মালামাল পরিবহনের গাড়ির পেছনে আলাদা জায়গা থাকে। কিছু জনপ্রিয় সেডান গাড়ির মধ্যে রয়েছে-টয়োটা প্রিমিও, অ্যালিয়ন, অ্যাক্সিউ, মিতসুবিশি ল্যান্সার, অ্যাট্রেজ ইত্যাদি।

হ্যাচব্যাক

হ্যাচব্যাক গাড়িতে বুট স্পেসের জন্য আলাদা কোনো জায়গা থাকে না। এ ধরনের গাড়িতে সাধারণত দুটি বা পাঁচটি দরজা থাকে। গাড়ির আসনের পর থেকেই বুট স্পেস শুরু হয়। গাড়ির পেছনের দরজা খুললে সরাসরি বুট স্পেস দেখা যায়। হ্যাচব্যাক ধরনের জনপ্রিয় কিছু গাড়ি হলো-টয়োটা ফিল্ডার, প্রোবক্স, আইএসটি, ভিটজ, ইত্যাদি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম