Logo
Logo
×

অটোটেক

শক্তিশালী এসইউভি নিয়ে এলো হোন্ডা

Icon

অটোটেক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন স্পোর্টস ইউটিলিটি ভেইকেল গাড়ি আনল হোন্ডা। মডেল হোন্ডা এলিভেট। ড্রাইভারের সুরক্ষার ক্ষেত্রে গাড়িতে বিশেষ সুবিধা যোগ করা হয়েছে। এতে থাকছে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম। সম্প্রতি এ গাড়ি বাজারে এসেছে।

এটি অনেকটাই সিআরভি মডেলের ওপর ভিত্তি করে বানিয়েছে হোন্ডা। এ গাড়িতে মিলবে ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন। হোন্ডা এলিভেট গাড়িটি চওড়ায় ১৭৯০ মিলিমিটার, উচ্চতা ২৬৫০ মিলিমিটার, লম্বায় ৪৩১২ মিলিমিটার এবং হুইলবেস ২৬৫০ মিলিমিটার। গাড়ির আকৃতি অনেকটাই ক্রিয়েটার অনুরূপ রাখা হয়েছে।

হোন্ডা এলিভেট গাড়িটির অন্যতম মূল বৈশিষ্ট্য অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম, যা ড্রাইভারের ভুলভ্রান্তি দূর করে গাড়ি নিরাপদ রাখতে সাহায্য করে। মিড সাইজ এসইউভি গাড়ির ক্ষেত্রে এমজি অ্যাস্টরের পর দ্বিতীয় গাড়ি হতে চলেছে, যেখানে এ সুরক্ষা ফিচার পাবেন ক্রেতারা। ডিজাইনের ক্ষেত্রে এলিভেটে রয়েছে এলইডি হেডলাইট, দুটি ফগ ল্যাম্প, ফিচার্স পাওয়া যাবে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, সিঙ্গেল পেন সানরুফ, ৭ ইঞ্চি সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, লেন ওয়াচ ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং, ওয়্যারলেস স্মার্টফোন এবং রিয়ার পার্কিং ক্যামেরা। ইঞ্জিনের ক্ষেত্রে ১.৫ লিটার ৪ সিলিন্ডার ইঞ্জিনের সঙ্গে মিলবে ৬ স্পিড ম্যানুয়াল এবং সিভিটি ট্রান্সমিশন, যা থেকে সর্বোচ্চ ১১৯ এইচপি শক্তি এবং ১৪৫ এনএম টর্ক উৎপন্ন হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম