টিপস
গরমে গাড়ির কেবিন ঠান্ডা রাখার সহজ উপায়
মিরাজুল ইসলাম
প্রকাশ: ১১ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে রাস্তাগুলো আগুনের মতো গরম হয়ে থাকে। দেশের বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই। এ ভয়ংকর তাপপ্রবাহের মধ্যে বাঁচতে ঢাকাতে এসি রেকর্ড হারে বিক্রি হলেও কাজের প্রয়োজনে সাধারণ মানুষকে বাইরে আসতে হয়। প্রচণ্ড গরমে গাড়ি নিয়ে ঘর থেকে বের হওয়া দুর্বিষহ হয়ে উঠেছে। গাড়ির কেবিনও প্রচণ্ড গরম হয়ে যায়। গাড়ির কেবিন ঠান্ডা রাখার প্রাথমিক উপায় ছায়ায় গাড়ি পার্ক করা। তবে নিচের উপায়গুলো প্রবল গরমে গাড়ির কেবিন ঠান্ডা রাখতে সাহায্য করবে।
* রিফলেক্টিভ কাচ ব্যবহার : গাড়ির জানালাতে সাধারণ কাচের পরিবর্তে গরম সময় ব্যবহার করতে পারেন রিফ্লেক্টিভ গ্লাস। এগুলো যে শুধু গাড়ির কেবিনের গোপনীয়তা রক্ষা করে তা নয়, বরং বাইরের সূর্যরশ্মির প্রভাব থেকেও কিছুটা বাঁচানোর ক্ষমতা রয়েছে।
* ফ্লুইড পরীক্ষা করুন : নিয়মিত গাড়ির যন্ত্রাংশ বদল করলে এক ধাক্কায় বড় সমস্যায় পড়তে হয় না। একইভাবে গরম শুরুর আগেই গাড়ির অন্যান্য যন্ত্রাংশের সঙ্গে এসি সার্ভিসিং করুন। কোনো যন্ত্রাংশ বদল করতে হলে তা আগে থেকে করে নিন।
* ড্যাশবোর্ড তোয়ালে দিয়ে ঢেকে রাখা : যদি প্রচণ্ড রোদ্দুরের মধ্যে দীর্ঘক্ষণ আপনার গাড়িকে পার্ক করতে হয়, তবে অবশ্যই মোটা তোয়ালে দিয়ে ড্যাশবোর্ড ঢেকে দিন। উত্তপ্ত ড্যাশবোর্ড থেকেই কেবিনের সব অংশে উষ্ণ ভাব ছড়িয়ে পড়ে। সে কারণেই তোয়ালে দিয়ে ড্যাশবোর্ড ঢেকে রাখলে তা সহজে উত্তপ্ত হয় না।
* ছায়াযুক্ত স্থানে গাড়ি পার্ক করা : এমন গরমের দিনে সম্ভব হলে কোনো ছায়াযুক্ত স্থানে গাড়িটি পার্ক করতে পারলে ভালো। কোনো গাছের ছায়া বা মাথার উপরে ছাদ আছে এমন স্থানকে বেছে নিতে হবে এক্ষেত্রে। এর ফলে সরাসরি গাড়ির মধ্যে সূর্যের উষ্ণরশ্মি প্রবেশ করতে পারে না বলে কেবিনের ভেতরের অংশের তাপমাত্রা অনেকটাই কম থাকে।
* এসি মোড : একবার কেবিন ঠান্ডা হয়ে গেলে এসি রি-সার্কুলেশন মোডে রাখুন। এর ফলে বাইরের গরম হাওয়া ভেতরে ঢুকবে না। পরিবর্তে কেবিনের ভেতরে থাকা ঠান্ডা হাওয়া একাধিকবার ব্যবহার করবে।
* বাজারচলতি কিছু সামগ্রী : আজকালকার দিনে গাড়ির যন্ত্রপাতির বাজারে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী কিনতে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে সৌরশক্তি দ্বারা পরিচালিত ছোট অ্যাডজাস্ট ফ্যান লাগানো যেতে পারে, যা কেবিনের ভেতরের গরম হাওয়া জানালা থেকে বাইরে ঠেলে বের করে দেয়। তাছাড়া কুলিং প্যাড ব্যবহার করেও খানিকটা আরামদায়ক অনুভূতি পেতে পারেন আপনি।
