Logo
Logo
×

অটোটেক

বিভিন্ন দেশের কিছু ট্রাফিক আইন

Icon

তানজিমা হালিম

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সড়কে চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি দেশেই রয়েছে ট্রাফিক আইন। বিভিন্ন দেশের এসব ট্রাফিক আইনের মধ্যে অনেকাংশেই মিল পাওয়া যায়। তবে মজার ব্যাপার হলো, পৃথিবীর কিছু দেশে এমন কিছু অদ্ভুত ট্রাফিক আইন প্রচলিত আছে, যা খুবই

মজার। এমন অদ্ভুত কিছু ট্রাফিক আইন নিয়ে আজকের আয়োজন। লিখেছেন-তানজিমা হালিম

থাইল্যান্ড: খালি গায়ে গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ!

এশিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ বেড়াতে যান। এখানে ড্রাইভিংসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা হয়। কেউ জামা-কাপড় ছাড়া গাড়ি চালাতে পারবেন না। কেউ যদি খালি গায়ে গাড়ি চালান, তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে। থাইল্যান্ডের অনেক বছর ধরেই এ নিয়ম মেনে চলা হয়। এখানে কাপড় ছাড়া ড্রাইভিং করে তাহলে তা বেআইনি কার্যকলাপ হিসাবে ধরা হয়। এবং এ কাজ করতে গিয়ে কেউ যদি ধরা পড়ে, তাহলে তার বিরুদ্ধে নির্দিষ্ট নিয়মের শাস্তি দেওয়া হয় এবং ১২ ডলার জরিমানা করা হয়। মূলত শার্ট ছাড়া ড্রাইভিং না করার এ নিয়মটি শালীনতার প্রচার এবং জনসাধারণের নগ্নতার প্রতিরোধ করার জন্য করা হয়েছে।

রাশিয়া: অপরিষ্কার গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া যাবে না

শুনতে অদ্ভুত শোনালেও রাশিয়ার জনগণের জন্য এটাই সত্যি। রাশিয়ার রাস্তায় অপরিষ্কার গাড়ি চালানোর অনুমোদন নেই। কেউ অপরিষ্কার গাড়ি নিয়ে রাস্তায় নামলে তাকে গুনতে হবে দুই হাজার রুবল জরিমানা।

ম্যারিল্যান্ড যুক্তরাষ্ট্র: গাড়িতে বসে গালমন্দ করলেই জরিমানা। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে গাড়িতে বসে জনসম্মুখে কাউকে গালমন্দ করলে বা অভিসম্পাত করা আইনত দণ্ডনীয়। এ রকম অবস্থায় কাউকে দেখতে পেলে সেখানকার আইন অনুযায়ী জরিমানা হিসাবে গুনতে হয় ১০০ ডলার অথবা সর্বোচ্চ ৯ মাসের কারাদণ্ডও জুটতে পারে।

সুইডেন: দিনের বেলায়ও হেডলাইট জ্বলবে

সব দেশেই রাতের বেলা গাড়ির হেডলাইট তো জ্বালাতেই হয়, তবে সুইডেনে দিনের বেলায়ও গাড়ির হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালানোর নিয়ম করে রেখেছে সেখানকার সরকার। সুইডেনে শীতকালে কখনো কখনো দিনের বেলায় তীব্র তুষারপাতের কারণে অন্ধকার নেমে আসে। কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতেও সুইডেনে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালানোর বিধান মেনে চলতে হয় সেখানকার নাগরিকদের।

সান ফ্রান্সিসকো: পুরোনো অন্তর্বাস দিয়ে গাড়ি মোছা নিষেধ!

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে চালু রয়েছে এ অদ্ভুত ট্রাফিক আইন। গাড়ি ধৌত করার পর গাড়িটি মোছামুছির কাজে পুরোনো অন্তর্বাস ব্যবহার করলে সেখানকার ট্রাফিক আইন ভঙ্গ করা হয়। তবে নতুন অন্তর্বাস ব্যবহার করলে আইনত কোনো সমস্যা নেই!!

জাপান: চালক মদ্যপ হলেও জরিমানা গুনতে হবে যাত্রীকে

জাপানের ট্রাফিক আইন অনুসারে কোনো গাড়ির চালক মদ্যপ বা মাতাল হলে জরিমানা গুনতে হবে যাত্রীকে। যাত্রী মদপান করুক বা না করুক, চালক যদি মাতাল অবস্থায় গাড়ি চালায়, তাহলে সেটির দায়ভার সম্পূর্ণভাবে যাত্রীকেই নিতে হবে। অর্থাৎ, অদ্ভুত হলেও সত্য যে, যাত্রী মদপান না করেও যদি মাতাল চালকের গাড়িতে ওঠেন, তবে যাত্রীকেই গুনতে হবে জরিমানা।

জার্মানি: চলতি পথে তেল ফুরিয়ে গেলে ট্রাফিক আইন লঙ্ঘন সাধারণত দূরের পথ পাড়ি দেওয়ার সময় পথের মধ্যে গাড়ির তেল বা ফুয়েল ফুরিয়ে গেলে, পথের ধারের কোনো ফুয়েল ফিলিং স্টেশন থেকে আবার তেল ভরে নেওয়াটাই স্বাভাবিক। কিন্তু জার্মানিতে চলতি পথে গাড়ির তেল ফুরিয়ে গেলে তা ট্রাফিক আইন লঙ্ঘন হিসাবে বিবেচিত হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম