যে দেশে মানুষের চেয়ে সাইকেল বেশি
অটোটেক ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বর্তমানে ক্রমবর্ধমান নগরায়ন এবং গতিশীল যান্ত্রিক সমাজে কিছুটা স্বস্তির নিঃশ্বাস দিতে পারে যেন দু’চাকার সাইকেল। সাইকেল শুধু নগরায়নের প্রশান্তি নয়, চালকের স্বাস্থ্য উন্নয়নের বিচারেও এর ভূমিকা অপরিসীম। বিশ্বের বিভিন্ন শহরে, ছোট থেকে বৃদ্ধ সবাইই সাইকেল চালিয়ে তাদের নিত্যদিনের কাজ সম্পন্ন করছেন।
জানলে অবাক হবেন বিশ্বের কোন দেশে সাইকেল সবচেয়ে বেশি চলে। এমনকি এ দেশের মানুষের একাধিক সাইকেল আছে। কারও কারও তিনটাও থাকে। অর্থাৎ দেশটিতে মানুষের চেয়ে সাইকেলের সংখ্যাই বেশি। দেশটিকে বলা হয় ল্যান্ড অব বাইসাইকেল। আসলে ইউরোপের এ সুন্দর দেশটির নাম নেদারল্যান্ডস। যেখানে বিশ্বের সব থেকে বেশি সাইকেল ব্যবহার হয়।
র্যাংকিংরয়্যালস-এর রিপোর্ট অনুযায়ী, ২৩ মিলিয়নের বেশি সাইকেল রয়েছে ওই দেশে। এর মধ্যে ২.৪ মিলিয়ন রয়েছে ইলেকট্রিক বাইক। নেদারল্যান্ডসের জনসংখ্যা ১.৭৫ কোটি। গড়ে প্রতি জনের ১.৩টি বাইসাইকেল রয়েছে নেদারল্যান্ডসে। এ দেশের ২৮ শতাংশ যাতায়াত হয় সাইকেলে।
পরবর্তী দেশগুলোর মধ্যে রয়েছে-ডেনমার্ক, জার্মানি, সুইডেন এবং নরওয়ে। এসব দেশের একটি বিরাট অংশ নিত্য যাতায়াতে সাইকেল চালাতে ভালোবাসেন। নরওয়ের জনসংখ্যার ৬১ শতাংশ মানুষ সাইকেল ব্যবহার করেন।
এ তালিকায় প্রথম দশে এশিয়ার মধ্যে কেবল একটি দেশই জায়গা পেয়েছে। এটি হলো জাপান। ২০২২ সালের পরিসংখ্যান অনুসারে জাপানে ১.৫ মিলিয়ন সাইকেল বিক্রি হয়। ছোট বাচ্চা থেকে শুরু করে নিত্য অফিস যাত্রী এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সাইকেল চালাতে পছন্দ করেন।
