শত বছরের পুরোনো বাইক কোম্পানি
রিয়াদ হোসেন
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মোটরসাইকেল নির্মাতা অনেক কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়। কিন্তু এমন পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে যারা শত বছর ধরে নির্মাণ করে আসছে বাইক। এখনো নিজেদের ব্যবসা
পরিচালনা করছে। বলা যায় অমর হয়ে গেছে এ পাঁচ কোম্পানি। আজকের আয়োজনে বিখ্যাত এ কোম্পানির বিষয়ে বিস্তারিত লিখেছেন-রিয়াদ হোসেন
হার্লে ডেভিডসন-১৯০৩
মার্কিন মোটরসাইকেল প্রস্তুতকারক বিখ্যাত প্রতিষ্ঠান হার্লে ডেভিডসন। এ কোম্পানি প্রতিষ্ঠিত হয় ১৯০৩ সালে। শৈশবকাল থেকে বড় হওয়া দুই বন্ধু উইলিয়াম এস হারলে এবং আর্থার ডেভিডসনের যৌথ প্রচেষ্টার ফসল হার্লে ডেভিডসন। আজ ১২০ বছর ধরে বাইক তৈরি করে আসছে এ কোম্পানি। সামরিক বাহিনীতে এক সময় হার্লে ডেভিডসনের বাইক ব্যাপকভাবে ব্যবহৃত হতো।
হাস্কভার্না-১৯০৩
হাস্কভার্না প্রধানত মাস্কেট তৈরি করার জন্য বিখ্যাত ছিল। কিন্তু পরবর্তী সময়ে ১৯০৩ সাল নাগাদ কোম্পানি মোটরসাইকেল তৈরি করা শুরু করে। ১৯১৮ সালে নিজস্ব ইন-হাউজ ইঞ্জিন তৈরি শুরু করার আগে বাইকে আমদানি করা ইঞ্জিন ব্যবহার হতো। হাস্কভার্না মোটরস্পোর্টেও বেশ সফল ছিল এবং প্রধানত লাইটওয়েট মোটরসাইকেল উৎপাদন করার জন্য বিখ্যাত।
ট্রায়াম্ফ-১৯০২
যুক্তরাজ্যের বৃহত্তম মোটরসাইকেল প্রস্তুতকারক ট্রায়াম্ফ। ১৯০২ সাল থেকে মোটরসাইকেল তৈরি করছে এ কোম্পানি। মোটরস্পোর্টের সঙ্গেও ব্যাপকভাবে জড়িত ছিল। বহু রেকর্ডও রয়েছে তাদের নামে। ট্রায়াম্ফ মূলত অ্যাডভেঞ্চার, ক্রুজার, মডার্ন ক্লাসিকস, রোডস্টার অ্যান্ড সুপারস্পোর্টস এ ধরনের বাইক তৈরি করে।
ইন্ডিয়ান মোটরসাইকেল-১৯০১
ইন্ডিয়ান মোটরসাইকেল প্রাচীনতম মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর মধ্যে একটি যারা এখনো ব্যবসা পরিচলনা করে চলছে। ব্র্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ১৯০১ সালে। এ কোম্পানির তৈরি প্রথম মোটরসাইকেলগুলোতে ছিল চেইন ড্রাইভ এবং স্ট্রিমলাইন স্টাইলিং। ১৯০৩ সালে ইন্ডিয়ান মোটরসাইকেল ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটে বিশ্ব রেকর্ড অর্জন করে। নাম শুনে এ কোম্পানিটিতে ভারতীয় কোনো কোম্পানি মনে হলেও এটি আসলে মার্কিন প্রতিষ্ঠান।
রয়্যাল এনফিল্ড-১৯০১
রয়্যাল এনফিল্ড হলো সবচেয়ে পুরোনো মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ১৯০১ সালে নিজেদের প্রথম বাইক তৈরি করে কোম্পানিটি। শক্তপোক্ত হওয়ার কারণে বিশ্বযুদ্ধের সময়েও ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল রয়্যাল এনফিল্ডের বাইকগুলো। ৬০-এর দশকের শেষের দিকে এ ব্রিটিশ কোম্পানি ভারতীয় কোম্পানিতে পরিণত হয়। বর্তমানে ভারতে সফলভাবে বাইক তৈরি করছে কোম্পানি।
