Logo
Logo
×

অটোটেক

যেসব ইলেকট্রিক গাড়ি আসছে ২০২৪ সালে

Icon

রিয়াদ হোসেন

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইলেকট্রিক গাড়ির বাজারে প্রবেশ করতে শুরু করেছে বিশ্বখ্যাত সব অটোমোবাইল কোম্পানি। নতুন নতুন উদ্ভাবনী গাড়ি নিয়ে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত প্রতিষ্ঠানগুলো। আগামী বছর বাজারে আসবে একগুচ্ছ ইলেকট্রিক গাড়ি। আগামী বছর বাজারে আগত ইলেকট্রিক গাড়ি নিয়ে বিস্তারিত আজকের আয়োজনে।

লিখেছেন- রিয়াদ হোসেন

পেট্রোল-ডিজেলের ওপর নির্ভরশীলতা কমাতে চাইছে দেশগুলো। যে কারণে এখন রাস্তায় ব্যাটারিচালিত গাড়ি-বাইকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

টাটা ইলেকট্রিক কার : ভারতীয় মোটরযান নির্মাতা কোম্পানি টাটা ইলেকট্রিক গাড়ির বাজারে অগ্রগামী। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বেশ কয়েকটি মডেলের সাশ্রয়ী দামের ইলেকট্রিক গাড়ি বাজারে এনেছে। আগামী বছরও আসবে নতুন নতুন মডেলের ই-কার। এসব গাড়ির দাম থাকবে সাধ্যের মধ্যেই।

কার্ভ ইভি : ইতোমধ্যে বহুল প্রতীক্ষিত এ গাড়িটির পরীক্ষা শুরু করেছে টাটা মোটরস। বিশ্বের বড় বড় সংস্থাগুলোকে টেক্কা দিতে আধুনিক ডিজাইনে মোড়া ইলেকট্রিক গাড়ি এ কার্ভ ইভি। ফুল চার্জে ৪০০ থেকে ৫০০ কিলোমিটার চলবে। টাটা কার্ভ ব্যাটারির পাশাপাশি পেট্রোল ইঞ্জিনের সঙ্গেও লঞ্চ হবে। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এটি বাজারে দেখা যেতে পারে।

মাহিন্দ্রা এক্সইউভি ই৮ : মাহিন্দ্রার এ গাড়িটি বেশ আলোড়ন ফেলেছে বাজারে। রাফ অ্যান্ড টাফ লুকের সঙ্গে প্রিমিয়াম ফিচার্স এবং ডিজাইন রাখা হচ্ছে গাড়িতে। এসইউভির দুনিয়ায় মাহিন্দ্রার জনপ্রিয়তাকে এগিয়ে নিয়ে যেতে চলেছে এ গাড়ি। সম্ভাব্য রেঞ্জ ফুল চার্জে ৪৫০ কিলোমিটার। গাড়িটি ২০২৪ সালের অক্টোবরে লঞ্চ হতে পারে।

সিয়েরা ইভি : টাটা মোটরসের আরও এক ইলেকট্রিক গাড়ি সিয়েরা ইভি। যার কনসেপ্ট প্রকাশ করেছে সংস্থাটি। ইলেকট্রিক গাড়ির বাজারে বড় চমক নিয়ে হাজির হতে পারে সিয়েরা। ২০২০ সালের অটো এক্সপোতে এ গাড়ি প্রথম সামনে আনা হয়। হ্যারিয়ার এবং সাফারির মতো অনেকটা লুক এবং শক্তিশালী ব্যাটারি প্যাক নিয়ে আসতে চলেছে এ চার চাকা।

এ ছাড়া আগামী বছর আসছে মারুতি ইভিএক্স, কিয়া ইভি৯ ইলেকট্রিক গাড়ি। হোন্ডা, টয়োটাও আগামী বছর বেশ কয়েকটি মডেলের ইলেকট্রিক গাড়ি বাজারে আনবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম