যা জানতে চান
ডিজেল ইঞ্জিন কী?
ওয়ালিউর রাব্বি, মিরপুর, ঢাকা
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ডিজেল ইঞ্জিন হলো হাই কম্প্রেশন-ইগনিশন ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন। সিলিন্ডারের মধ্যে শুধু বাতাসকে কম্প্রেশন করে অত্যাধিক উত্তাপ সৃষ্টি করে থাকে। হাই স্পিডে ডিজেল ফুয়েলকে জ্বালিয়ে তাপশক্তি উৎপন্ন করে থাকে। ড. রুডলফ ডিজেল এ ইঞ্জিন আবিষ্কার করেন।
রিয়াদ হোসেন বাবু, ঢাকা
